Tuesday 25 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটে ট্রাক-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
২৫ নভেম্বর ২০২৫ ১৬:১৬

মালনিছড়া চা-বাগান এলাকায় এই মুখোমুখি সংঘর্ষ হয়। ছবি: সারাবাংলা

সিলেট: সিলেটের এয়াপোর্ট সড়কের মালনিছড়া চা বাগান এলাকায় প্রাইভেটকার এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও আটজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় গুরুতর আহত প্রাইভেটকারের যাত্রী মাহফুজ মিয়া (২২)-কে স্থানীয়রা উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।

নিহত মাহফুজ মিয়া সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার চেচিশেউড়া গ্রামের বকুল মিয়ার ছেলে। পরে পুলিশ নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।

বিজ্ঞাপন

এই ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। দুইজনকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়েছে। এছাড়া তিনজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের এযারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈন উদ্দিন জানান, প্রাইভেটকারটি যাত্রীদের নিয়ে সিলেট বিমানবন্দরের দিকে যাচ্ছিল। ট্রাকটি সিলেট নগরীরর দিকে আসার পথে মালনিছড়া চা-বাগান এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কারটি দুমড়ে মুচড়ে যায়। সড়কে ছিটকে পড়েন যাত্রীরা। এতে একজন নিহত ও ৭-৮ আহত হয়েছেন।