পিরোজপুর: সাইবার সহিংসতাসহ নারী ও কন্যাদের প্রতি সকল প্রকার নির্যাতন প্রতিরোধ এবং তাদের অগ্রযাত্রা নিশ্চিতে সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।
নারী নির্যাতন প্রতিরোধে বাংলাদেশ মহিলা পরিষদের পিরোজপুর জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার (২৫ নভেম্বর) সংগঠনের জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলন ও আলোচনা সভায় এ আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন মহিলা পরিষদের জেলা শাখার লিগ্যাল এইড সম্পাদক মিনারা বেগম। তিনি বলেন, প্রযুক্তিনির্ভর যুগে সাইবার জগতে অপমান, ব্ল্যাকমেইল, চরিত্রহনন, ডিজিটাল হয়রানি ও ব্ল্যাকমেইলিংসহ বিভিন্ন ধরনের সহিংসতা উদ্বেগজনক হারে বাড়ছে। এ ধরনের সাইবার সহিংসতা নারীর অগ্রযাত্রা, নিরাপত্তা ও মানবাধিকারে গুরুতর হুমকি সৃষ্টি করছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা পরিষদের ভারপ্রাপ্ত জেলা সভাপতি মাতোয়ারা বেগম টুলি এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক খালেদা আক্তার হেনা।
সভায় আরও বক্তব্য দেন পিডিএফ-এর নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম পান্না, সিনিয়র সাংবাদিক ফসিউল ইসলাম বাচ্চু, সাংবাদিক হাসান মামুন, জিয়াউল হক ও নারী নেত্রী অর্পনা হালদার।
বক্তারা সাইবার সহিংসতার পাশাপাশি ঘরোয়া নির্যাতন, বাল্যবিয়ে, কর্মক্ষেত্রে হয়রানি ও সামাজিক নিপীড়ন প্রতিরোধে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান। তারা বলেন, নারীর নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করা, শিক্ষা ও দক্ষতা উন্নয়নে সমান সুযোগ প্রদান, আইনগত সুরক্ষা শক্তিশালী করা এবং সিদ্ধান্ত গ্রহণের বিভিন্ন স্তরে নারীর অংশগ্রহণ বাড়ানোর বিকল্প নেই।
সভা শেষে নারীর অধিকার সুরক্ষা এবং সাইবার সহিংসতা প্রতিরোধে ধারাবাহিক কর্মসূচি গ্রহণের ঘোষণা দেওয়া হয়।