ঢাকা: স্থানীয় নির্বাচন পর্যবেক্ষকদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।
মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত এক সংলাপে তিনি এ আহ্বান জানান।
সিইসি বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে কমিশন সদা প্রতিশ্রুতিবদ্ধ। আর এজন্য পর্যবেক্ষকদের নিরপেক্ষ ও পেশাদার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, আমরা কনসিস্টেন্টলি বলে আসছি, আমরা জাতিকে একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে চাই। নির্বাচন কমিশনের এজেন্ডা একটাই—সুন্দর, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। যত চ্যালেঞ্জই আসুক, এই কাজটি আমরা করতে চাই। আর এ কাজে আপনাদের সহযোগিতা খুব প্রয়োজন।
সিইসি বলেন, ইলেকশন অবজারভাররা পুরো নির্বাচন প্রক্রিয়াতে ট্রান্সপারেন্সি নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা কাজ করলে ভোটারদের আস্থা বাড়বে, রাজনৈতিক দলগুলোর আস্থাও বাড়বে। এমনকি আন্তর্জাতিক ক্ষেত্রেও একটি ইতিবাচক বার্তা যাবে। যদি ভোটার, রাজনৈতিক দল এবং জনগণ আমাদের ওপর আস্থা রাখতে না পারে তাহলে নির্বাচন করাটা মুশকিল হয়ে যাবে। তাই সফল নির্বাচন ডেলিভার করতে আমরা আপনাদের সঙ্গে কাজ করতে চাই।

-ছবি : সারাবাংলা
সিইসি সতর্ক করে বলেন,অবজারভারদের কাজ হলো পর্যবেক্ষণ করা, হস্তক্ষেপ করা নয়। আপনারা কাউকে প্রভাবিত করতে পারবেন না, কাউকে লাইনে দাঁড় করাতে পারবেন না। শুধু রিপোর্ট করবেন, সঠিক সময়ে পরামর্শ দেবেন। ফাইনাল রিপোর্টে অভিজ্ঞতার ভিত্তিতে বিশ্লেষণ দেবেন—যার ওপর ভিত্তি করে ভবিষ্যৎ সংস্কার করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, আপনাদের রিপোর্ট নিউট্রাল, পেশাদার এবং বাস্তবতার প্রতিফলন হওয়া জরুরি। কোথাও আমাদের গ্যাপ থাকলে আপনাদের রিপোর্ট আমাদের ভবিষ্যৎ রিফর্মে সাহায্য করবে।
সিইসি জানান, আপনাদের লোকজন যেন শুধু দুইটি জিনিস মনে রাখে, টু অবজার্ভ, নট টু ইন্টারভেন। আপনারা দায়িত্ব পালন করবেন, রিপোর্ট করবেন, কিন্তু কারও ওপর শারীরিক বা ভোটাভ্যাসগত কোনো প্রভাব রাখবেন না।