Tuesday 25 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সেরে উঠুন দেশনেত্রী’—খালেদা জিয়াকে নিয়ে আবেগঘন বার্তা মির্জা ফখরুলের

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ নভেম্বর ২০২৫ ১৬:৪৭ | আপডেট: ২৫ নভেম্বর ২০২৫ ১৭:০০

মির্জা ফখরুল ও তার ফেসবুক পোস্টের স্ক্রিনশট। ছবি: সংগৃহীত

ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার এই বার্তা দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি ফটোকার্ড পোস্ট করেন মির্জা ফখরুল। সেখানে খালেদা জিয়ার একটি সাম্প্রতিক ছবি ব্যবহার করা হয়। ছবির নিচে লেখা মাত্র আটটি শব্দ—‘সেরে উঠুন দেশনেত্রী, আপনার প্রতীক্ষায় বাংলাদেশ।’

শব্দগুলোতে যেন জমা ছিল দীর্ঘদিনের রাজনৈতিক লড়াই, মানবিক টানাপোড়েন আর নিজের নেত্রীকে হারানোর ভয়। পোস্ট প্রকাশের পর মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। শেয়ার আর মন্তব্যের ঘরে একের পর এক দোয়া, শুভকামনা, আবেগ—সব মিলিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক ধরনের সংহতির তরঙ্গ ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন

মির্জা ফখরুলের বার্তার পেছনে মূল কারণ—বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা। রবিবার রাতে শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার হৃদযন্ত্র ও ফুসফুসে থাকা সংক্রমণ জটিল আকার ধারণ করেছে।

মঙ্গলবার সকালে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান—
‘ম্যাডামের শারীরিক অবস্থা নিয়ে নতুন কোনো আপডেট নেই। আগের মতোই চিকিৎসা চলেছে।’

খালেদা জিয়ার অসুস্থতায় দলীয়ভাবেও দেশবাসীর কাছে দোয়া প্রার্থনার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর