Tuesday 25 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিসিএস পেছানোর দাবিতে যমুনার অভিমুখে বিক্ষোভ, পুলিশের সাথে সংঘর্ষ

ঢাবি করেস্পন্ডেন্ট
২৫ নভেম্বর ২০২৫ ১৮:৫৯ | আপডেট: ২৫ নভেম্বর ২০২৫ ২০:১২

-ছবি : সারাবাংলা

ঢাকা: ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার অভিমুখে বিক্ষোভ মিছিল করতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন চাকরিপ্রত্যাশীরা। এর আগে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে তাদের যমুনা ভবনের উদ্দেশ্যে মিছিল আটকে দেয় পুলিশ।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে জাতীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে রওনা দেন প্রার্থীরা। বিকেল ৫ টার দিকে তারা যমুনা ভবনের দিকে যেতে চাইলে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে।

-ছবি : সারাবাংলা

সংঘর্ষের আগে জলকামান ব্যবহার করে পরীক্ষার্থীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে পুলিশ। এতে তারা আরও ক্ষুদ্ধ হয়ে উঠলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। সংর্ঘষে আহত হয়ে প্রায় ছয় থেকে সাত জন শিক্ষার্থী ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে গেছেন বলে জানান চাকরিপ্রত্যাশীরা।

বিজ্ঞাপন

নাম প্রকাশে অনিচ্ছুক একজন পরীক্ষার্থী বলেন,”অনেক হয়েছে, এখন আমাদের দাবি একটাই- পিএসসি চেয়ারম্যানের পদত্যাগ। তারপর আমরা পরীক্ষায় বসবো, এর আগে না। এখন আমরা শান্তিপূর্ণ অবস্থান নিয়ে শাহবাগ থেকে রাজু ভাস্কর্য অবস্থান করব।”

এ বিষয়ে জানতে চাইলে মুঠোফোনে শাহবাগ থানার দায়িত্বগত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, “তারা পুলিশের দিকে ইট পাটকেল ছুঁড়েছে। আমি সেখানে উপস্থিত থাকায় কিছু ইট পাটকেলের আঘাতে আহত হয়েছি। তারা এখনো এখানে অবস্থান করছে “

পরীক্ষার্থীদের দাবি, গত বিসিএসে অংশ নেয়া পরীক্ষার্থীরা লিখিত পরীক্ষার জন্য ৬ মাস থেকে ১ বছর সময় পেলেও, তাদের সময় দেয়া হয়েছে ২ মাসেরও কিছু সময় কম। এ সিদ্ধান্তকে অযৌক্তিক দাবি করে, পরীক্ষার তারিখ পেছানোর দাবি জানান তারা।

-ছবি : সারাবাংলা

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ করার বিষয়ে তারা বলেন, ২৭ নভেম্বরের আগেই বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) যেন এ আসন বিন্যাস বাতিল করার উদ্যোগ নেয়। দাবি আদায় না হলে রাজপথেই থাকবেন আন্দোলনকারীরা।

পিএসসি চেয়ারম্যানের পদত্যাগ দাবি করে তারা বলেন, আন্দোলন করে স্বৈরাচারকে তাড়িয়ে দিলেও, নতুন করে স্বৈরাচারী আচরণ করছে পিএসসি চেয়ারম্যান।

সারাবাংলা/কেকে/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর