Tuesday 25 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিউস্কাটনে বিদ্যুতায়িত হয়ে ‘রেডডাটা’র কর্মচারীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ নভেম্বর ২০২৫ ১৮:৫৩ | আপডেট: ২৫ নভেম্বর ২০২৫ ১৯:৪৩

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীতে বিদ্যুতের খুঁটিতে ইন্টানেট লাইনে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে আনোয়ার হোসেন (৫৫) নামে এক কর্মচারী মারা গেছেন।

মঙ্গলবার (২৫নভেম্বর) বেলা ৩টার দিকে নিউস্কাটন রোডে ঘটনাটি ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় সহকর্মীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক বিকেল ৪টার দিকে মৃত ঘোষণা করেন।

আনোয়ারের সহকর্মী মো. নাঈম জানান, তারা ‘রেডডাটা’ নামে একটি ইন্টারনেট কোম্পানিতে চাকরি করেন। ঘটনার সময় আনোয়ার নিউস্কাটন রোডে বিদ্যুতের খুঁটিতে মই লাগিয়ে ইন্টারনেট লাইন ঠিক করছিল। এ সময় হঠাৎ বিদ্যুৎ লাইনের সঙ্গে সংস্পর্শে এলে বিদ্যুতায়িত হয়ে মই থেকে পরে গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে মারা যায়।

বিজ্ঞাপন

মৃত আনোয়ারের ছেলে মো. শুভ জানান, তাদের বাড়ি বরিশাল জেলার কোতোয়ালির দক্ষিণ গড়াপুর গ্রামে। বর্তমানে মোহাম্মদপুর এলাকায় থাকতেন। তার বাবা ইন্টারনেট কোম্পানিতে চাকরি করতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সহকর্মীরা বিকেলে ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে গেলে মারা যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/পিটিএম