ময়মনসিংহ: ‘সড়কে চলুন নিয়ম মেনে’-এই প্রতিপাদ্যে জনসচেতনতা বৃদ্ধিতে জনউদ্যোগ’র প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকার বাতিরকল মোড় ও কাঁচারী রোড এলাকায় স্বেচ্ছাসেবী নাগরিক সংগঠন জনউদ্যোগ ও নিরাপদ সড়ক চাই-এর উদ্যোগে বেসরকারি উন্নয়ন সংগঠন আইইডি’র সহায়তায় এ কর্মসূচি পালিত হয়।
এসময় বক্তারা জেলা ট্রাফিক, পুলিশ ও জেলা প্রশাসন, সিটি কর্পোরেশনের দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য দেন।
জনউদ্যোগ সদস্য আলী ইউসুফ বলেন, ‘আমরা ময়মনসিংহবাসী যারা শহরে বাস করি আমরা প্রত্যাশা করি কেউ কারো উপর দায় না চাপিয়ে সকলের জায়গা থেকে সহযোগিতামুলক দায়িত্ব পালন করতে হবে। তাছাড়া ময়মনসিংহ নগরী হলো শিক্ষা ও সংস্কৃতির নগরী। এই শহরে লাখ লাখ লোকের বসবাস। আমরা চাই রোড হবে নিরাপদ, পথচারী নিরাপদে রাস্তা পার হবে, নিরাপদে রাস্তায় হাঁটতে পারবে।’
নিরাপদ সড়ক চাই ময়মনসিংহের সভাপতি ও জনউদ্যোগ সদস্য আব্দুল কাদের চৌধুরী মুন্না বলেন, ট্রাফিক আইন মেনে গাড়ী চালাতে হবে, ট্রাফিক সিগনাল মানতে হবে। রাস্তায় বাম পাশ সবসময় ক্লিয়ার রাখতে হবে। জনগণকে সচেতন হয়ে রাস্তায় চলতে হবে।
জনসচেতনতামূলক এই প্রচারণায় জনউদ্যোগ’র সদস্য আতাউর রহমান, জহিরুল আমীন রুবেল, আইইডি ময়মনসিংহ কেন্দ্রের ব্যবস্থাপক নূর নাহার বেগম, রূপান্তর সমাজ কল্যাণ সংস্থার প্রতিনিধি ইমতিয়াজ আহমেদ ও জনউদ্যোগের সদস্য সচিব শাখাওয়াত হোসেন, আনন্দ মোহন সরকারি কলেজের শিক্ষার্থী, আইইডি ময়মনসিংহ কেন্দ্রের মো. নূরুল খায়ের তালুকদার, প্রোগ্রাম অর্গানাইজার সূবর্ণা দাস, নন্দিতা সাহা ও রিমা পালসহ বিভিন্ন ইলেক্ট্রনিক-প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।