বগুড়া: বিএনপির স্থায়ী কমিটির সদস্য, নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক বেগম সেলিমা রহমান বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে নারীদের ক্ষমতায়ন ও শিশুর মৌলিক চাহিদা পুরণ করা হবে। প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও নারীদের ভোটেই ধানের শীষের বিজয় হবে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকালে বগুড়ার শেরপুর ডিজে হাই স্কুল মাঠে সমাজের নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠায় বিএনপির নির্বাচনী অগ্রাধিকার শীর্ষক সমাবেশে সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
বেগম সেলিমা রহমান আরোও বলেন, নারীর ক্ষমতায়নে সবচেয়ে বড় পৃষ্ঠপোষক ছিলেন শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। স্বাধীনতা পরবর্তী সময়ে তিনি যৌতুক নিরোধ আইন পাস করেন। পরবর্তীতে তার সহধর্মিণী বেগম খালেদা জিয়া ক্ষমতায় এসে নারী শিক্ষার্থীদের উপবৃত্তির ব্যবস্থা করেছিলেন। এসিড সন্ত্রাসের বিরুদ্ধে আইন পাস করেছেন।
সমাবেশে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নারী শিশু অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী বলেন, একটি ধর্ম ভিত্তিক রাজনৈতিক দল ইসলাম ধর্মকে নিয়ে অপপ্রচার চালাচ্ছেন। তাদেরকে ভোট দিলে নাকি জান্নাত পাওয়া যাবে। এমন প্রচারণা চালিয়ে বেহেস্তের টিকিট বিক্রি করছেন। তাদের সম্পর্কে সবাইকে সর্তক থাকার আহবান তিনি।
সমাবেশে আরও বক্তব্য রাখেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক কেএম খায়রুল বাশার, জেলা বিএনপি নেতা শেখ তাহা উদ্দিন নাঈম, শেরপুর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নিলু, নির্বাহী সদস্য আসিফ সিরাজ রব্বানী সানভি।