বগুড়া: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বগুড়া-৬ সদর আসনে বিএনপি মনোনীত প্রার্থী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ, লিফলেট বিতরণ, প্রচার মিছিল ও পথসভা হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে শহরের খান্দার এলাকায় এ গণসংযোগ করেন জেলা যুবদলের সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর সিপার আল বখতিয়ার।
গণসংযোগে তিনি বলেন, আগামী নির্বাচনে বগুড়া সদর আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিপুল ভোটে নির্বাচিত করতে হবে। বিএনপি সরকারের সময় তারেক রহমানের নেতৃত্বে এই বগুড়ায় অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। তারপর থেকে শুধুমাত্র বগুড়া নামের কারণেই দীর্ঘ বছর উন্নয়ন বঞ্চিত ছিল এই জেলা। তবে সময় এসেছে সেই সকল অপূর্ণ কাজগুলোর বাস্তবায়নের। যার জন্য এই আসন থেকে বগুড়ার সকল উন্নয়নের কান্ডারী তারেক রহমানকে বিপুল ভোটে জয়যুক্ত করে প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে।
তিনি বলেন, বগুড়া শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি। এই জেলার ছোট থেকে বড় সকলের মাঝেই ধানের শীষের গণজোয়ার উঠেছে। বগুড়ার আনাচে-কানাচে ধানের শীষের পক্ষে সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে।
এসময় উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আযিযুল হক মঞ্জুর, সাধারণ সম্পাদক ফারাজুল ইসলাম, শহর বিএনপির সাবেক সভাপতি মাহবুবুর রহমান বকুল, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক, মাসুদ রানা মাসুদ, ৯নং ওয়ার্ড যুবদলের সভাপতি ফয়সাল, উৎসব, ইমরান মোল্লা, শ্রমিক নেতা আবু বক্কর সিদ্দিক, জিতু, রানা, রাজ্জাক, মোমি, রাজিব, মোমিন, জুয়েল, হিরা, ছাত্রনেতা অভি, নাহিদ, আউয়াল, জেমস, প্রান্ত, পার্থ, বাপ্পি প্রমুখ।