Tuesday 25 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিয়ন্ত্রণে ১৬ ইউনিট
পানি সংকটে ক্রমশ ছড়িয়ে পড়ছে কড়াইল বস্তির আগুন

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ নভেম্বর ২০২৫ ১৯:৫৯ | আপডেট: ২৫ নভেম্বর ২০২৫ ২০:৩৫

ক্রমশ ছড়িয়ে পড়ছে কড়াইল বস্তির আগুন। ছবি: সারাবাংলা

ঢাকা: রাজধানীর কড়াইল বস্তিতে লাগা আগুন ক্রমশ চারপাশে ছড়িয়ে পড়ছে। এমনকি পানির অভাবে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীদের। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট কাজ করছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টা ২২ মিনিটে কড়াইল বস্তিতে আগুন লাগলে প্রায় ৪০ মিনিট পর ঘটনা স্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। তবে পানির অপ্রতুলতার কারণে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না।

ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. আনোয়ারুল ইসলাম বলেন, আমাদের ১৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির সম্পর্কে এখনো জানা যায়নি।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, ঘটনাস্থলে পানির সংকটের কারণে পানিসহ আরও কয়েকটি ইউনিট পাঠানো হয়েছে। পানি সংকটের কারণেই আমরা ইউনিট বাড়িয়ে ১৬টি করেছি। আমাদের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সর্বোচ্চ চেষ্টা করছেন।

এদিকে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ভিড় নিয়ন্ত্রণ করছেন। ফায়ার সার্ভিস ও পুলিশ বস্তির বাসিন্দাদের ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন না, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা দুর্ঘটনা না ঘটে। তারা স্থানীয় বাসিন্দাদের দুর্ঘটনাস্থল থেকে দূরে থাকার পরামর্শ দিচ্ছেন।

বস্তির বাসিন্দারা জানান, আগুন লাগার পর দাউ দাউ করে তা টিনের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে।আতঙ্কিত মানুষজন যে যেভাবে পারছেন, ঘর থেকে মূল্যবান জিনিসপত্র সরিয়ে নিচ্ছেন। এরপরেও যে অংশ পুড়ে গেছে বা যাচ্ছে সেই অংশের ঘরগুলো থেকে কোনো কিছু বের করতে পারেনি কেউ।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও বস্তিবাসীরা জানান, সব পুড়ে গেছে। টিভি, ফ্রিজ, আসবাবপত্র সব পুড়ে ছাই হয়ে গেছে।

সারাবাংলা/এমএইচ/ইউজে/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর