Tuesday 25 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবুল সরকার ইস্যুতে ফের এনসিপির বিবৃতি

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ নভেম্বর ২০২৫ ২১:০৬

ছবি: সংগৃহীত

ঢাকা: ধর্ম অবমাননার অভিযোগে আটক বাউল শিল্পী আবুল সরকারকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে সৃষ্টি হওয়া বিভ্রান্তির প্রেক্ষিতে আবারও বিবৃতি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে দলের ধর্ম ও সম্প্রীতি সেলের সম্পাদক তারেক রেজা সই করা ওই বিবৃতি গণমাধ্যমে পাঠানো হয়।

বিবৃতিতে এনসিপি জানায়, দলের আগের অবস্থান ভুলভাবে ব্যাখ্যা করে অনলাইনে একটি গোষ্ঠী বিভ্রান্তি ছড়াচ্ছে। এনসিপি স্পষ্ট করে বলেছে, বাউল আবুল সরকারের বক্তব্য ও তার জামিনের দাবিতে মানববন্ধনে হওয়া হামলা দুটি সম্পূর্ণ ভিন্ন ঘটনা।

এনসিপির দাবি, বাউল আবুল সরকারের কিছু বক্তব্য ধর্মপ্রাণ মুসলমানদের অনুভূতিতে আঘাত করেছে বলেই তার বিরুদ্ধে মামলা হয়েছে, যা আদালতে বিচারাধীন। এ বিষয়ে আদালতই আইন অনুযায়ী সঠিক সিদ্ধান্ত নেবে। তাদের আগের বিবৃতির উদ্দেশ্য ছিল কেবল মানববন্ধনে হওয়া হামলার নিন্দা জানানো, বক্তব্যের বৈধতা দেওয়া নয়।

বিজ্ঞাপন

দলটি আরও জানায়, সাংবিধানিকভাবে মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত থাকলেও তা অবশ্যই আইনের মধ্যে সীমাবদ্ধ। এনসিপি কখনোই ধর্ম অবমাননাকে মতপ্রকাশের স্বাধীনতা বলে দাবি করেনি; বরং আইনের মধ্যে থেকে সাংস্কৃতিক বা আধ্যাত্মিক চর্চার নিরাপত্তা নিশ্চিত করার কথাই বলেছে।

বিবৃতিতে এনসিপি অভিযোগ করে, একটি গোষ্ঠী রাজনৈতিক উদ্দেশ্যে অপপ্রচার চালিয়ে যাচ্ছে যে দলটি ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এনসিপি এটিকে ‘ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে উল্লেখ করে জানায়, দলটি কোনো ধর্মের বিরোধী নয় এবং ধর্ম অবমাননাকে সমর্থন করে না। ধর্মীয় অনুভূতির প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা রাখা এনসিপির নীতি।

হাসিনা সরকারের আমলে ইসলামবিদ্বেষের অভিযোগ তুলে এনসিপি বলে, জুলাইয়ের গণ-অভ্যুত্থান ছিল সেই ইসলামবিদ্বেষের বিরুদ্ধে জনতার প্রতিবাদের বহিঃপ্রকাশ। দলটি ধর্মবিদ্বেষ যেমন প্রত্যাখ্যান করে, তেমনি ‘ধর্মীয় ফ্যাসিবাদ’-এর বিরুদ্ধেও অবস্থান নেয়।

বাংলাদেশের মূলধারার দায়িত্বশীল আলেম সমাজের ভূমিকাকে শ্রদ্ধা জানিয়ে এনসিপি বলে, আলেমরা দীর্ঘদিন ধরে ধৈর্য, প্রজ্ঞা ও শান্তিপূর্ণ দাওয়াতের মাধ্যমে সমাজে সংযম ও ন্যায়ের বার্তা ছড়িয়েছেন। ধর্মীয় ভুল ব্যাখ্যার সময়ে তারাই মানুষকে উত্তেজনা থেকে ফিরিয়ে আনেন ও আইনের প্রতি সম্মান শেখান।

বিবৃতির শেষে এনসিপি পুনর্ব্যক্ত করে, অপরাধ করলে তার বিচার আদালত করবে, জনতা নয়। আইন হাতে তুলে নেওয়া ইসলামের শিক্ষা নয়; বরং ইসলামের নীতিই হলো সত্য, প্রমাণ ও ন্যায়ের ভিত্তিতে বিচার। দলটি শান্তি, সম্প্রীতি, ন্যায় ও আইনের শাসনের রাজনীতিতে অটল থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর