Tuesday 25 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহাখালীর কড়াইল বস্তিতে আগুন
দুয়েক ঘণ্টার মধ্যে আশা করছি ভালো খবর দিতে পারব: ফায়ার সার্ভিস

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ নভেম্বর ২০২৫ ২২:১৫ | আপডেট: ২৫ নভেম্বর ২০২৫ ২২:৫৭

ব্রিফিংয়ে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। ছবি: সারাবাংলা

ঢাকা: অনেক সীমাবদ্ধতার কারণে আগুন নিয়ন্ত্রণে সময় লাগছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে। আগামী দুয়েক ঘণ্টার মধ্যে আশা করছি ভালো খবর দিতে পারব।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে সংক্ষিপ্ত এক সংবাদ সম্মেলনে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেন্টেনেন্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এ তথ্য জানান।

পানির সংকট রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পানির কোনো সমস্যা নাই। চারপাশে অনেক পানি আছে। কিন্তু প্রক্রিয়াকরণ করে সেই পানির ব্যবস্থা করতে সময় লাগছে। নানাবিধ সমস্যার কারণে এখানে ফায়ার সার্ভিসের আসতে ৩৫ মিনিট দেরি হয়েছে।

বিজ্ঞাপন

পরিচালক জানান, পূর্ব ও উত্তর দিকের আগুন অনেকটাই কমে এসেছে। তিন দিক থেকে আগুন সীমিত হওয়ায় এখন এক দিকের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, ‘সবকিছু ঠিক থাকলে আমরা এক–দুই ঘণ্টার মধ্যে ভালো খবর দিতে পারব।’

তবে তিনি সতর্ক করে বলেন, কিছু জায়গায় এখনও শিখা দেখা যাচ্ছে। উৎসগুলো শনাক্ত করে তা নিভতেই চূড়ান্তভাবে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে ঘোষণা করা সম্ভব হবে।

এর আগে, বিকেল ৫টা ২২ মিনিটে কড়াইল বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটে। আগুনে শতাধিক ঘর পুড়ে গেছে বলে দাবি বস্তির বাসিন্দাদের। তবে যে যেভাবে পারছেন ঘরের শেষ সম্বলটুকু বাঁচানোর চেষ্টা করছেন।

এদিকে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ভিড় নিয়ন্ত্রণ করছেন। ফায়ার সার্ভিস ও পুলিশ বস্তির বাসিন্দাদের ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন না, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা দুর্ঘটনা না ঘটে। তারা স্থানীয় বাসিন্দাদের দুর্ঘটনাস্থল থেকে দূরে থাকার পরামর্শ দিচ্ছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর