Tuesday 25 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫ ঘণ্টা পর কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ নভেম্বর ২০২৫ ২২:৫৬ | আপডেট: ২৬ নভেম্বর ২০২৫ ০০:০৯

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। ছবি: সারাবাংলা

ঢাকা: রাজধানীর কড়াইল বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের চেষ্টায় ৫ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত ১০টা ৩৫ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাত ১০টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির সম্পর্কে এখনও জানা যায়নি। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

আনোয়ারুল ইসলাম বলেন, ‘মঙ্গলবার বিকেল ৫টা ২২ মিনিটের দিকে কড়াইল বস্তিতে আগুনের খবর আসে। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট রওয়ানা হয়। তবে সড়কে যানজটের কারণে প্রায় ৩৫ মিনিট পর ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের ইউনিটগুলো। এরপর একে একে ২০টি ইউনিট পৌঁছে পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিজ্ঞাপন

এদিন, রাতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশনস ও মেন্টেনেন্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের বলেন, কড়াইল বস্তির আগুন নেভানোর সীমাবদ্ধতা প্রচুর। ফায়ার সার্ভিসের গাড়ি সবগুলো আগুনের কাছাকাছি আসতে পারছে না। এই বিশাল এলাকায় পানির লাইন জোড়া দিয়ে আগুনের কাছে পৌঁছাতে হচ্ছে।

তিনি বলেন, আগুনের মাত্রা ধীরে ধীরে কমতে শুরু করেছে। ফায়ার সার্ভিসের শক্তি বাড়ানো হয়েছে। এই মুহূর্তে ২০টি ইউনিট কাজ করছে। বস্তির পূর্ব এবং পশ্চিম দিকে আগুনের মাত্রা যদি কমে যায়, তবে পুরো আগুন নিয়ন্ত্রণের মধ্যে আনা যাবে।

পানির সংকট রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তাজুল ইসলাম বলেন, পানির কোনো সমস্যা নাই। চারপাশে অনেক পানি আছে। কিন্ত প্রক্রিয়া করণ করে সেই পানির ব্যবস্থা করতে সময় লাগছে। নানাবিধ সমস্যার কারণে এখানে ফায়ার সার্ভিসের আসতে ৩৫ মিনিট দেরি হয়েছে।

জানা গেছে, বস্তির শতাধিক ঘর পুড়ে ছাই হয়ে গেছে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া, কেউ হতাহত হওয়ার খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।

সারাবাংলা/এমএইচ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর