Wednesday 26 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবুল সরকারের নিঃশর্ত মুক্তির দাবিতে পাবনায় মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ নভেম্বর ২০২৫ ১৩:৫৮ | আপডেট: ২৬ নভেম্বর ২০২৫ ১৩:৫৯

প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি: সারাবাংলা

পাবনা: বাউল শিল্পী আবুল সরকারের নিঃশর্ত মুক্তির দাবি ও দেশব্যাপী বাউল সাধকদের উপর হামলার বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পাবনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) দুপুরে পাবনা জেলা ফকির সাধু ও বাউল শিল্পী সংস্থা আয়োজনে প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন-বাউল ফকির আবুল হোসেন, ভাস্কর চৌধুরী, মিনহাজ বাউল, আশরাফুল, লিটন, রবিউল রনি ও তমাল তরু।

বক্তারা বলেন, বাউল শিল্পী আবুল সরকারের নিঃশর্ত মুক্তি ও দেশব্যাপী বাউলদের উপর হামলা, নিপীড়ন এবং কবর থেকে মরদেহ তুলে পোড়ানোর মত ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন বক্তারা।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর