Wednesday 26 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মৃত্যুদণ্ডের বিপক্ষে হলেও শেখ হাসিনার শাস্তি জরুরি: জার্মান রাষ্ট্রদূত

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২৬ নভেম্বর ২০২৫ ১৪:০৪

ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোটজ – ছবি : সারাবাংলা

ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মকাণ্ডের শাস্তি দাবি করলেও জার্মানিসহ ইউরোপীয় ইউনিয়ন তার মৃত্যুদণ্ডের বিপক্ষে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোটজ।

তিনি বলেন, তবে ন্যায়ের জন্য তাদের বিচারের মাধ্যমে শাস্তি জরুরি।

বুধবার (২৬ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’-এ ‍জার্মান রাষ্ট্রদূত এসব কথা বলেন।

রুডিগার লোটজ বলেন, জুলাই চার্টার হলো, একটা স্পষ্ট অঙ্গীকার। এখানে স্পষ্টভাবে সবকিছু উল্লেখ করা হয়েছে। নিরাপত্তা, আইনের শাসন, রাজনৈতিক বন্দোবস্ত। আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে, আরও অধিক রাজনৈতিক স্বচ্ছতা আসবে, দুর্নীতি কমবে। আরও দক্ষ সরকার এবং সুশাসন আসবে। এগুলো হলে সহায়ক বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠবে।

বিজ্ঞাপন

জুলাই সনদ অনুসারে সংস্কার প্রক্রিয়া নির্বাচনের পরেও চলমান থাকা দরকার- এমন মন্তব্য করে তিনি বলেন, যে সংস্কার প্রক্রিয়া চলছে এটা খুব গুরত্বপূর্ণ। আমরা আশা করি, রাজনৈতিক দলগুলো সংস্কারের বিষয়ে অঙ্গীকারব্ধ থাকবে এবং এটা যেন নির্বাচনের পরেও চলতে থাকে। আমরা যখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলি তখন সংস্কারের গুরত্ব তাদের বলেছি।

এক প্রশ্নের জবাবে জার্মান রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গা ইস্যুতে জার্মানি বাংলাদেশের পাশে আছে।
জার্মানিতে স্টুডেন্ট ভিসা প্রসঙ্গে তিনি বলেন, স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা ভুয়া তথ্য বা সঠিকভাবে আবেদন না করা। যা ভিসা দেয়ার সম্ভাবনা কমিয়ে দেয়। এক্ষেত্রে শিক্ষার্থীদের সঠিকভাবে আবেদনের আহ্বান জানান তিনি।