Monday 12 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় মুখ পুড়িয়ে দেওয়া অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ নভেম্বর ২০২৫ ১৪:০৭ | আপডেট: ২৬ নভেম্বর ২০২৫ ১৭:০৯

পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। ছবি: সারাবাংলা

কুষ্টিয়া: কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর বিলপাড়ার ধানের মাঠ থেকে মুখ পুড়িয়ে বিকৃত করা এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ নভেম্বর) সকাল ৯টার দিকে স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয়রা জানায়, সকালে বিলের মাঠে ধান কাটতে গিয়ে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। ওই ব্যক্তির মুখ আগুনে পোড়ানো হয়েছে। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।

ভেড়ামারা থানার ওসি আব্দুর রব তালুকদার বলেন, ‘হত্যার কারণ উদঘাটন এবং সংশ্লিষ্টদের চিহ্নিত করতে তদন্ত চলছে। এখনো নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। মরদেহটি ময়না তদন্তের জন্য কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

শীতে বাড়ছে রোগ ও রোগী [ছবি]
১৩ জানুয়ারি ২০২৬ ০০:১২

আরো

সম্পর্কিত খবর