পিরোজপুর: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে পিরোজপুর জেলার ‘সবচেয়ে বড় চ্যালেঞ্জ’ হিসেবে উল্লেখ করেছেন নবাগত জেলা প্রশাসক মো. আবু সাঈদ। তিনি বলেন, ‘সবার সহযোগিতায় এই চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করতে চাই।’
বুধবার (২৬ নভেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার বিভিন্ন অঙ্গনের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলাউদ্দীন ভূঞা জনী এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইসরাত জাহান উপস্থিত ছিলেন।
সভায় অংশ নেন বিএনপি, জামায়াতে ইসলামী, জুলাইযোদ্ধা, এনসিপি, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা ব্যবসায়ী সমিতি, বিভিন্ন সামাজিক সংগঠন, দুর্নীতি প্রতিরোধ কমিটি, বাস–মিনিবাস মালিক ও শ্রমিক সংগঠন, পজেটিভ পিরোজপুর, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
সভায় আসন্ন নির্বাচন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন কার্যক্রমের বিষয়ে অংশগ্রহণকারীরা মতামত দেন। জেলা প্রশাসক বলেন, প্রশাসন সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করছে এবং এ কাজে সকল শ্রেণী-পেশার মানুষের সমন্বিত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।