ঠাকুরগাঁও: ‘দেশীয় জাত-আধুনিক প্রযুক্তি, প্রাণী সম্পদে হবে উন্নতি’-এই স্লোগানকে সামনে রেখে দিনব্যাপী প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শণী অনুষ্ঠিত হয়েছে। এসময় উদ্যোক্তরা জানান, শুধু চাকরি নয়, উদ্যোক্তা হয়েও অনেক কিছু করা যায়।
বুধবার (২৬ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলা প্রশাসন, প্রাণিসম্পদ দফতর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে জেলা প্রাণিসম্পদ কর্মকতা ডা. ইজারহার আহমেদ খানের সভাপতিত্বে সালান্দর ইসলামীয়া কামিল মাদ্রাসা মাঠে মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম ফেরদৌস।
এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম, জেলা ভেটেরিনারি ডা. তাজুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কমকতা সাইদুর রহমানসহ খামারিরা।
সভায় জেলার বিভিন্ন স্থান থেকে আগত খামারিরা তাদের সফলতার কথা তুলে ধরেন এবং তাদের বিভিন্ন প্রতিবন্ধকতা যেমন বিদ্যুৎ বিল, গো-খাদ্য, উন্নত চিকিৎসাসহ নানা বিষয়গুলোর দিকে প্রাণিসম্পদ দফতরের প্রতি সু-দৃষ্টি কামনা করেন তারা।
অন্যদিকে বেকারত্ব দূরীকরণে পশুপালনসহ নিজস্ব উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন বক্তারা। তারা বলেন, প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার মাধ্যমে আমরা অজানা মানুষদের জানিয়ে দিতে চাই যে, শুধু চাকরি নয় উদ্যোক্তা হয়েও অনেক কিছু করা যায়। নতুন খামারিসহ এরকম উদ্যোক্তাদের পাশে প্রাণিসম্পদ কাজ করে যাচ্ছে এমন আশ্বাস দেন তারা।
মেলায় এবার ৩০টি স্টল নিয়ে এবারে প্রদর্শণ করা হয়েছে নিরিলাভি মহিষ, শাহী ফ্রিজিয়ান গাভী, হলিস্টিন ফ্রিজিয়ান ষাঁড়, বেনন্হাম ছাগল, তোতাপুরী পাঠা, ভেড়া, শখের মুরগী, খরগোশ, পাখিসহ বিভিন্ন প্রযুক্তির মেশিন ও যন্ত্রকৌশলসহ নানা উপকরণ।