ঢাকা: সমঝোতা অনুসারে ইউরোপীয় কোম্পানি থেকে এয়ারবাস না কিনলে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)ভুক্ত দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের ওপর এর প্রভাব পড়বে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ।
বুধবার (২৬ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ‘ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ’ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’-এ এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
তিনি বলেন, এয়ার বাস কেনা বা না-কেনার বিষয়টি অবশ্যই বাংলাদেশের স্বাধীন সিদ্ধান্ত। কিন্তু ব্যক্তিগত বা ব্যবসায়িক জীবনে যেমন হয়, প্রতিটি সিদ্ধান্তেরই সামগ্রিক পরিবেশ ও মনোভাবের ওপর কিছু না কিছু প্রভাব পড়ে। আমরা ঘনিষ্ঠ ব্যবসায়িক সম্পর্ক বজায় রাখব, কারণ এতে দু’পক্ষেরই স্বার্থ জড়িত।
ব্যবসায়ে টেকসই সম্পর্ক খুব জরুরি- এমন মন্তব্য করে রুডিগার লোটজ বলেন, আমরা বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবসায়িক অংশীদার এবং এতদিন যেভাবে আমাদের প্রতি আচরণ করা হয়েছে, আমরা চাই দ্বিপাক্ষিক সম্পর্কেও সেই ধারাবাহিকতা বজায় থাকুক। ।
রাষ্ট্রদূত বলেন, এর সঙ্গে আরও কিছু বিষয় আছে। যেমন জিএসপি সংক্রান্ত আলোচনা; এগুলো কাউকে হুমকি দেওয়ার বিষয় নয়, মোটেও না। কিন্তু দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্কের সঙ্গে যুক্ত সিদ্ধান্তগুলো আংশিকভাবে এ ধরনের সিদ্ধান্তের ওপর নির্ভর করে। তাই জিএসপি প্লাস আলোচনার অগ্রগতি বা সিদ্ধান্ত, এয়ারবাস নিয়ে বাংলাদেশের সিদ্ধান্তকে ঘিরে সামগ্রিক পরিবেশে প্রভাব ফেলবে।