নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নোয়াখালী-ফেনী সড়কের চৌমুহনী পৌর এলাকায় লাইসেন্সবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় গাড়ির ও চালকের লাইসেন্স না থাকায় সাতটি যানবাহনকে ছয় হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর)দুপুরে এ অভিযান পরিচালনা করেন বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন।
অভিযান সূত্রে জানা গেছে, সড়কের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিতকল্পে ও জনসচেনতা বৃদ্ধির লক্ষ্যে চৌমুহনী পৌরসভাস্থ উত্তর হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
সেখানে বিভিন্ন গাড়ির এবং চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকায় সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬ এবং ৯২ (১) ধারায় সাতটি মামলায় মোট ছয় হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে সহযোগিতা করে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।