Tuesday 13 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোলায় গাছ থেকে পড়ে এক শ্রমিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ নভেম্বর ২০২৫ ১৫:৪৩

প্রতীকী ছবি

ভোলা: ভোলা সদর উপজেলায় গাছ থেকে পড়ে বাদশা হাওলাদার (২৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের চরভেদুরিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই একই গ্রামের ওদুদ হাওলাদারের ছেলে বলে জানা গেছে।

নিহতের প্রতিবেশী শাহেব আলী বলেন, বাদশা হাওলাদার পেশায় একজন গাছ কাটার শ্রমিক। তার নিজ বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে একটি গাছ কিনে সেই গাছ কাটার জন্য নিজেই গাছে ওঠেন। একপর্যায়ে তিনি গাছ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরবর্তীতে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাচনাইন পারভেজ বলেন, নিহতের খবর পেয়েছি পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর