রাজবাড়ী: ‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে বিভিন্ন ধরনের পশু, পাখি, প্রযুক্তি ও পণ্য প্রদর্শনীর মাধ্যমে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় সদর উপজেলা প্রাণিসম্পদ দফতর প্রাঙ্গণ থেকে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উপলক্ষ্যে র্যালি বের করা হয়। র্যালিটি রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রাণিসম্পদ দফতরে এসে শেষ হয়। এসময় ফিতা কেটে ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
এরপর অতিথিরা প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর স্টলগুলো পরিদর্শন করেন। পরিদর্শন শেষে প্রাণিসম্পদ দফতর প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভাতে রাজবাড়ী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রকাশ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন জেলা প্রশাসক সুলতানা আক্তার। বিশেষ অতিথি বক্তব্য দেন হিসাবে সিভিল সার্জন ডা. এসএম মাসুদ, জেলা মৎস্য অফিসার মো. মাহবুব উল হক, অতিরিক্ত পুলিশ সুপার সামছুল হক।
এছাড়া বক্তব্য দেন জেলা ডেইরী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবুল হোসেন গাজী, খামারী জাহাঙ্গীর হোসেন। এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ উমর ফারুকসহ অনেকেই উপস্থিত ছিলেন।
বক্তব্যে প্রধান অতিথি জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, ‘আজ থেকে শুরু হয়ে সপ্তাহব্যাপী এই পোগ্রাম চলবে। আমি প্রতিটি স্টল ঘুরে দেখেছি। এখানের যে উদ্যোক্তারা হাঁস-মুরগী, গরু-ছাগল পালনের মাধ্যমে স্বাবলম্বী হয়েছেন, তাদের প্রোডাক্ট ডিসপ্লে করা হয়েছে বিভিন্ন স্টলে। এছাড়া আমরা কিছু উদ্যোক্তাদের দেখেছি যারা লাভ বার্ড, সৌখিন পাখি নিয়ে এসেছে। নতুন প্রজন্ম যেনো এই খামারিদের দেখে অনুপ্রাণিত হয়ে তাদের পড়াশোনা বা অন্যান্য কাজের পাশাপাশি কর্মসংস্থান তৈরি করতে পারে, সেই মেসেজটা সবার মাঝে ছড়িয়ে দিতেই আজকের এই আয়োজন।’