Thursday 15 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এপেক্স ক্লাব অব নোয়াখালী
সভাপতি মুজাহিদ সোহেল, সেক্রেটারি ইব্রাহিম কচি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ নভেম্বর ২০২৫ ১৬:৩১

সভাপতি মুজাহিদ সোহেল, সেক্রেটারি ইব্রাহিম কচি। ছবি: সারাবাংলা

নোয়াখালী: এপেক্স ক্লাব অব নোয়াখালীর এজিএম সম্পন্ন হয়েছে। এতে এপেঃ মুজাহিদুল ইসলাম সোহেলকে প্রেসিডেন্ট এবং এপেঃ ইব্রাহিম খলিল উল্লাহ কচিকে সেক্রেটারি করে ১১ সদস্যের কমিটি গঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে নোয়াখালী শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে এপেক্স ক্লাব অব নোয়াখালীর এজিএম অনুষ্ঠিত হয়। এতে ঢাকা, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুরসহ বিভিন্ন ক্লাব থেকে আগত ২শ’ ৫০ জন এপেক্সিয়ান অংশ নেন।

এজিএম অনুষ্ঠানে এপেঃ দিবাশ্রী ভট্টকে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, এপেঃ শামসুদ্দিন সৈকতকে জুনিয়র ভাইস প্রেসিডেন্ট, এপেঃ হুমায়ুন কবিরকে ট্রেজারার, এপেঃ মাইনুল কবির পাবলিক স্পিকিং এন্ড ডিবেটিং ডিরেক্টর, এপেঃ মোঃ সোয়েবুর রহমান সোহাগ মেম্বারশীপ এন্ড এটেনডেন্স ডিরেক্টর, এপেঃ মোঃ মোশারফ হোসেন রয়েলকে সার্ভিস ডিরেক্টর, এপেঃ রাকিব হোসেন শুভকে সার্জেন্ট এ্যাট আর্মস হিসাবে ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি মনিরুল ইসলাম, লাইফ গর্ভনর ও সাবেক জাতীয় সভাপতি নিজাম উদ্দিন পিন্টু। অনুষ্ঠানে এপেক্স ক্লাব অব নোয়াখালীর বোর্ড সদস্যরা বিগত বছরের কার্যবিবরণী পেশ করেন। সভায় বিভিন্ন ক্লাব থেকে আগত অবজারভারগণ রির্পোটের উপর আলোচনা করেন।

প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন এপেক্স ক্লাব অব নোয়াখালীর লাইফ মেম্বার এপেঃ মাহমুদুর রশিদ হাসান, সহকারি নির্বাচন কমিশনার ছিলেন এপেক্স ক্লাব অব নোয়াখালীর পিপি এপেঃ আবু ছায়েদ, এপেঃ মোনাব্বর হোসেন সেলিম, আইপিপি এপেঃ মোস্তাফিজুর রহমান পলাশ, এপেক্সিয়ান ইকবাল হোসেন কাজল ।

অনুষ্ঠানে নোয়াখালী ক্লাবের সাবেক সভাপতি ও জেলা-৮ এর সাবেক গভর্ণর মোনাব্বর হোসেন সেলিমকে ক্রেস্ট ও উত্তরীয় দিয়ে আজীবন সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে এপেক্স ক্লাব অফ নোয়াখালীর নতুন পুরনো সদস্য ও সদস্যদের পরিবারবর্গ, লাইফ মেম্বারগণ, ও বিভিন্ন ক্লাবের পর্যবেক্ষকগণ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর