ময়মনসিংহ: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত ১১ মাসে ময়মনসিংহ সেক্টর এলাকায় অভিযান চালিয়ে ৫৫ কোটি ১৪ লাখ টাকা মূল্যের চোরাচালান পণ্য জব্দ করেছে। একই সময়ে মাদক পাচার ও চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১০০ জনকে আটক করেছে তারা।
বুধবার (২৬ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ ৩৯ বিজিবি মালটিপারপাস সেডে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্ণেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
তিনি জানান, অভিযানে চোরাচালান, মাদক পাচার, জালনোট পাচার এবং অবৈধভাবে পাথর ও বালু উত্তোলন প্রতিরোধসহ দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত সুরক্ষা জোরদার করতে কঠোরভাবে অবৈধ পুশইন প্রতিরোধ করছে বিজিবি। আগামী নির্বাচনে অবৈধ অস্ত্র ঠেকাতে সীমান্তে গোয়েন্দা নজর বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।