পিরোজপুর: পিরোজপুরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উদ্যোগে অগ্নিনির্বাপন ভলান্টিয়ারদের নিয়ে ভূমিকম্প ও প্রাকৃতিক দুর্যোগে করণীয় বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় পিরোজপুর জেলা ফায়ার সার্ভিস স্টেশনে এ কর্মশালার আয়োজন করা হয়।
প্রশিক্ষণ পরিচালনা করেন পিরোজপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সেলিম মিয়া এবং ওয়্যারহাউজ ইন্সপেক্টর যুগল বিশ্বাস। কর্মশালায় স্টেশনের ফায়ার ফাইটাররাও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। জেলার বিভিন্ন এলাকা থেকে আসা মোট ৩০ জন ভলান্টিয়ার এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
কর্মশালায় ভূমিকম্প, অগ্নিকাণ্ড ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সময় দ্রুত উদ্ধার কাজ পরিচালনা, আগুন নেভানোর আধুনিক কৌশল, উদ্ধার সরঞ্জামের সঠিক ব্যবহারসহ জরুরি পরিস্থিতিতে করণীয় বিভিন্ন দিক তুলে ধরা হয়।
উপ-সহকারী পরিচালক সেলিম মিয়া বলেন, ‘যেকোনো প্রাকৃতিক দুর্যোগ বা অগ্নিকাণ্ডের ঘটনায় দক্ষ ভলান্টিয়ার সঙ্গে থাকলে উদ্ধারকাজ আরও দ্রুত ও কার্যকর হয়। ভলান্টিয়ারদের দক্ষতা বৃদ্ধি করতেই আমাদের এ প্রশিক্ষণের আয়োজন।’
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে জরুরি ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি জোরদার করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।