Wednesday 26 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কৃষি পণ্যের মার্কেট লিংকেজ বিষয়ক কর্মশালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ নভেম্বর ২০২৫ ১৮:১৪

দামুড়হুদার কোষাঘাটায় গো গ্রীন সেন্টার ট্রেনিং সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ছবি: সারাবাংলা

চুয়াডাঙ্গা: কৃষিখাতে পরিবেশসম্মত ও নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য চুয়াডাঙ্গায় কৃষকের উৎপাদিত পণ্যের মার্কেট লিংকেজ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় জেলার দামুড়হুদা উপজেলার কোষাঘাটায় গো গ্রীন সেন্টার ট্রেনিং সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

‘পরিবেশবান্ধব ও নিরাপদ খাদ্য উৎপাদন পদ্ধতি সম্প্রসারণকল্পে এগ্রো ইকোলজিকাল লার্নিং সেন্টার প্রতিষ্ঠা’ শীর্ষক ভ্যালু চেইন উপ প্রকল্পের আওতায় কর্মশালাটির আয়োজন করা হয়।

ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে ও পিকেএসএফের সহযোগিতায় অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল-সাবা। তিনি কৃষি পণ্য উৎপাদনে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন এবং কৃষকদের উৎপাদিত পণ্যের সঠিক বাজারজাতকরণে সহায়তার আশ্বাস দেন।

বিজ্ঞাপন

তিনি অতিরিক্ত কীটনাশক ব্যবহারের ক্ষতিকর দিক এবং এর ফলে উৎপাদন খরচ বৃদ্ধির বিষয়ে কৃষকদের অবহিত করেন। অতিরিক্ত টিএসপি সার ব্যবহারের ফলে মাটিতে পিএইচের মাত্রা কমে যাচ্ছে বলে কৃষকদেরকে সতর্ক করেন তিনি। কৃষকদের জৈব সার ব্যবহারের জন্য উদ্বুদ্ধ করেন তিনি।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের জ্যেষ্ঠ সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ। কর্মশালায় বক্তব্য দেন এগ্রো ইকোলজিকাল প্রকল্পের প্রধান সমন্বয়কারী সাখাওয়াত হোসেন, চুয়াডাঙ্গা এগ্রোর উদ্যোক্তা ইরফান বিশ্বাস এবং মর্ডান এগ্রোর সেলিম রেজা।

বক্তারা নিরাপদ খাদ্য উৎপাদন পদ্ধতি সম্প্রসারণ এবং কৃষকদের বাজার সংযোগ (মার্কেট লিংকেজ) বৃদ্ধির কৌশল ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন।

কর্মশালায় উপস্থিত কৃষকদের পরিবেশসম্মত কৃষি পদ্ধতির গুরুত্ব সম্পর্কে ধারণা দেওয়া হয় এবং তাদের উৎপাদিত পণ্য সরাসরি ভোক্তার কাছে পৌঁছে দেওয়ার বিভিন্ন উপায় নিয়ে পরামর্শ দেওয়া হয়।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

যে দেশে এখন চলছে ২০১৮ সাল!
২৬ নভেম্বর ২০২৫ ১৭:৫১

আরো

সম্পর্কিত খবর