Wednesday 26 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দুর্নীতিবাজরা ক্ষমতায় গেলে দেশ দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ নভেম্বর ২০২৫ ১৮:২১

ঢাকা-৭ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাজী এনায়েত উল্লাহ

ঢাকা: এফবিসিসিআই’র পরিচালক ও ঢাকা-৭ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাজী এনায়েত উল্লাহ বলেছেন, ‘দুর্নীতিবাজ-চোরদের হাতে ক্ষমতা গেলে তারা দেশকে আবারও দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন করবে’। গরিবের রিলিফের চাল খেয়ে ফেলবে, উন্নয়ন বরাদ্দের টাকা মেরে দিবে, রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে দিবে।

বুধবার (২৬ নভেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামী চকবাজার দক্ষিণ থানার উদ্যোগে ঢাকা-৭ সংসদীয় এলাকার বড় কাটারায় ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ঢাকা-৭ সংসদীয় এলাকার জনগণ তাকে নির্বাচিত করলে পুরান ঢাকার ঘনবসতি এলাকার গণমানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের লক্ষ্যে ‘প্রতিটি ওয়ার্ডে একটি করে গণস্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলা হবে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, জামায়াতে ইসলামী কেবল গতানুগতিক একটি রাজনৈতিক সংগঠন নয়, জামায়াতে ইসলামী গণমানুষের কল্যাণের একটি আদর্শিক সংগঠন। জামায়াতে ইসলামী ৪ দফা ভিত্তিতে দলীয় কার্যক্রম পরিচালনা করে আসছে। তারমধ্যে অন্যতম একটি হচ্ছে সমাজ সংস্কার ও সমাজ সেবা। এখন যারা ৩১ দফার ঘোষণা দেয়, তারা অতীতেও মানুষকে নানান রকম দফার স্বপ্ন দেখিয়েছে। মূলত তাদের দফা ছিল একটাই সেটা হচ্ছে- লুটপাট আর দুর্নীতি।

মানবিক নতুন বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকে সমর্থন দিতে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান।

চকবাজার দক্ষিণ থানা আমির মাওলানা আনিসুর রহমানের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি মো. রেজাউল করিমের পরিচালনায় উদ্বোধনী সভায় বিশেষ অতিথি ছিলেন মহানগরী দক্ষিণের স্বাস্থ্যসেবা বিভাগের নির্বাহী পরিচালক ডা. তোফাজ্জল হোসেন এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. শামসুদ্দিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চকবাজার পূর্ব থানা আমির মো. রফিকুল ইসলাম, লালবাগ পূর্ব থানা সেক্রেটারি মো. আবুল খায়েরসহ ঢাকা-৭ সংসদীয় এলাকার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা।

বিজ্ঞাপন

যে দেশে এখন চলছে ২০১৮ সাল!
২৬ নভেম্বর ২০২৫ ১৭:৫১

আরো

সম্পর্কিত খবর