Wednesday 26 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কিডনি রোগী শাহনেওয়াজকে আর্থিক সহায়তা তারেক রহমানের

স্পেশাল করেসপডেন্ট
২৬ নভেম্বর ২০২৫ ১৮:৩৬

নয়মাইল হাট এলাকায় তার বাড়তে গিয়ে এই অনুদান তুলে দেওয়া হয়। ছবি: সারাবাংলা

বগুড়া: বগুড়ায় যুবদলের সাবেক নেতা শাহনেওয়াজ আলম রোবাকে আর্থিক সহায়তা দিয়েছে বিএনপি। বুধবার (২৬ নভেম্বর) দুপুরে শাজাহানপুর উপজেলার নয়মাইল হাট এলাকায় তার বাড়তে গিয়ে এই অনুদান দেওয়া হয়।

জানা যায়, শাহনেওয়াজ আলম রোবা ১৯৯৬ থেকে ২০১১ সাল পর্যন্ত শেরপুর উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং একইসঙ্গে জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগছেন। তাকে নিয়মিত ডায়ালেসিস করতে হয়। এই যুবদল নেতার অসুসস্থতার খবর জানার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে আর্থিকভাবে সহযোগিতার নির্দেশ দেন।

রাজশাহী-রংপুর মিডিয়া সেলের সমন্বয়ক কালাম আজাদ বলেন, ‘শাহনেওয়াজ আলম রোবা যুবদলের পরীক্ষিত নেতা। তিনি দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ। তার অসুস্থতার কথা শুনে তার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি। একইসঙ্গে আমরা বিএনপি পরিবার-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান আর্থিক সহায়তা পাঠিয়েছেন। সেটি তার হাতে তুলে দিয়েছি। এছাড়া তার যেকোনো ধরণের সহযোগীতায় আমরা পাশে থাকবো।’

বিজ্ঞাপন

শাহনেওয়াজ আলম রোবা জানান, ‘রাজনীতির জীবনে কখনো কোনো সহায়তা পাননি। এই প্রথম তারেক রহমানের পক্ষ থেকে সহায়তা আমি অনেক খুশি।’

দলের একজন দুঃস্থ কর্মীর পাশে দাঁড়ানোর অংশ হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবার-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশে এই সহায়তা দেওয়া হয়। সাবেক যুবদল নেতা রোবার হাতে অনুদানের অর্থ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন আমরা বিএনপি পরিবার-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সার্বিক তত্বাবধানে রাজশাহী-রংপুর মিডিয়া সেলের সমন্বয়ক কালাম আজাদ এবং শহর জাসাসের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান পিয়াস।

এসময় উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল বাশার, সাবেক যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান অটল, আড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান আতিকুর রহমান আতিক, আড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মহসীন ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আইয়ুব।

এছাড়া জেলা ছাত্রদলের সহসভাপতি আহসান হাবীব, শাজাহানপুর উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ ছোটন, দপ্তর সম্পাদক রিয়াজ, আড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ, সাবেক যুগ্ম আহ্বায়ক তোরাব ও তাজুল, শাজাহানপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সজিব হোসাইন উপস্থিত ছিলেন।

সারাবাংলা/আরটি/জিজি
বিজ্ঞাপন

যে দেশে এখন চলছে ২০১৮ সাল!
২৬ নভেম্বর ২০২৫ ১৭:৫১

আরো

সম্পর্কিত খবর