Thursday 15 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় শারীরিক প্রতিবন্ধীকে হুইলচেয়ার প্রদান

স্পেশাল করেসপডেন্ট
২৬ নভেম্বর ২০২৫ ১৮:৫০

হুইলচেয়ার পৌঁছে দেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক কালাম আজাদ। ছবি: সারাবাংলা

বগুড়া: বগুড়ায় জন্ম থেকে শারীরিক প্রতিবন্ধী জাকিরুল ইসলাম (২২)-কে চলাচলের সুবিধার জন্য হুইলচেয়ার দেওয়া হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) বগুড়া পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের হেলেঞ্চাপাড়ায় তার নিজ বাড়িতে এই হুইলচেয়ার পৌঁছে দেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক কালাম আজাদ।

জানা যায়, হেলেঞ্চাপাড়ার জিল্লুর রহমানের ছেলে জাকিরুল ইসলাম জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী। তার বাবা দিনমজুর। তাই কোনো মতে পরিবারের জীবিকা নির্বাহ করেন। আর্থিক অসঙ্গতির কারণে পরিবারের পক্ষে জাকিরুলের চলাচলের জন্য একটি হুইলচেয়ারের ব্যবস্থা করা সম্ভব হচ্ছিল না। বিষয়টি জানার পর সাংবাদিক কালাম আজাদ হুইল চেয়ারের ব্যবস্থা করেন।

বিজ্ঞাপন

এসময় সাংবাদিক কালাম আজাদ বলেন, ‘জাকিরুল নিজে চলাচল করতে পারে না। নিজে চলাচল করার জন্য ক্ষুদ্র চেষ্টা করেছি আমরা। পরবর্তীতে তার জন্য আরও কোনো সহায়তার সুযোগ আসলে আমরা সেটিও বাস্তবায়ন করব।’

এসময় উপস্থিত ছিলেন শহর জাসাসের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান পিয়াস, সমাজসেবা মাহবুবুর রহমান ছোটন, ২১ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য আবুল কালাম আজাদ, জেলা বিএনপি অফিসের সহকারী শাখাওয়াত হোসেন প্রমুখ।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর