Wednesday 26 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রতিবন্ধী শিশুদের মূলধারায় অন্তর্ভুক্তিতে শিক্ষা উপবৃত্তির ভূমিকা বিষয়ক সেমিনার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ নভেম্বর ২০২৫ ১৮:৫৯

উপজেলা পরিষদের হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। ছবি: সারাবাংলা

পঞ্চগড়: পঞ্চগড় সদর উপজেলা ও উপজেলা সমাজসেবা অধিদফতরের আয়োজনে ‘প্রতিবন্ধী শিশুদের মূলধারায় অন্তর্ভুক্তিতে সমাজসেবা অধিদপ্তরের শিক্ষা উপবৃত্তি কর্মসূচির তাৎপর্য’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত এ সেমিনারে অংশ নেন শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা সমাজসেবা কার্যালয়, পঞ্চগড়ের উপপরিচালক অনিরুদ্ধ কুমার রায়। তিনি বলেন, শিক্ষা উপবৃত্তি কর্মসূচি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষায় অংশগ্রহণকে আরও এগিয়ে নিচ্ছে। আর্থিক সহায়তার পাশাপাশি এই কর্মসূচি তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং স্বাভাবিক ধারায় সম্পৃক্ত হওয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার লায়লা আনজুমান্দ। তিনি তার বক্তব্যে বলেন, ‘প্রতিবন্ধী শিক্ষার্থীদের তথ্য হালনাগাদ থেকে শুরু করে উপবৃত্তি বিতরণ পর্যন্ত প্রতিটি ধাপ আমরা স্বচ্ছ ও সহজ করার চেষ্টা করছি, যাতে কোনো শিক্ষার্থী বঞ্চিত না হয়।’

সেমিনারের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন। তিনি বলেন, প্রতিবন্ধী শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করা শুধু সরকারের দায়িত্ব নয়; সমাজের সকলের সহযোগিতা প্রয়োজন। এই উপবৃত্তি কর্মসূচি তাদের স্বপ্নপূরণে একটি বড় সহায়তা।

সভায় বক্তারা উপবৃত্তির আওতা আরও বাড়ানো, বিদ্যালয়ে প্রতিবন্ধীবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ, সহায়ক যন্ত্রপাতি সরবরাহ এবং শিক্ষক-অভিভাবক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর