ঢাকা: ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রবাসী বাংলাদেশি ভোটারদের নিবন্ধনের ক্ষেত্রে অঞ্চলভিত্তিক সীমাবদ্ধতা এবং পাঁচ দিনের সময়সীমা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার প্রথম প্রহর থেকে (বুধবার রাত ১২ টা) সব দেশের জন্য অ্যাপ নিবন্ধন উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছেন ইসি’র সিনিয়র সচিব আখতার আহমেদ।
বুধবার (২৬ নভেম্বর) বিকেলে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি সচিব জানান, ২৭ নভেম্বর ১২টা ১ মিনিট থেকে ১৮ ডিসেম্বর রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত ‘Postal Vote BD’ মোবাইল অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধন প্রক্রিয়া বিশ্বের সব দেশের জন্য উন্মুক্ত থাকবে।
গত ১৮ নভেম্বর পোস্টাল ভোট বিডি নিবন্ধন অ্যাপ উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ১৯ নভেম্বর থেকে নিবন্ধন শুরু হয়ে বুধবার সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন অঞ্চলে ৪০ হাজার ৫১২ জন নিবন্ধনও করেছেন। ৫ দিন ধরে অঞ্চলভিত্তিক সময় নির্ধারণ করা হলে মঙ্গলবার বিএনপির পক্ষ থেকে সময় বাড়ানোর দাবি জানানো হয়। এমন পরিস্থিতিতে অঞ্চলভিত্তিক ভাগ না করে প্রায় দেড়শ’ দেশে একসঙ্গেই নিবন্ধনের সুযোগ পেল।
ইসি সচিব আখতার আহমেদ বলেন, এখন থেকে প্রবাসী ভোটাররা বিশ্বের যেকোনো প্রান্ত থেকে তাদের সুবিধামত সময়ে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন। নিবন্ধনের শেষ তারিখ ১৮ ডিসেম্বর অপরিবর্তিত থাকবে।
তিনি জানান, নিবন্ধন প্রক্রিয়া উন্মুক্ত করার ফলে কিছু কারিগরি ত্রুটি দেখা যেতে পারে। ঠিকানা কাঠামোর কারণে কিছু জায়গায় ওটিপি পৌঁছায়নি-এমন সমস্যা রয়েছে। যেসব ত্রুটি পাওয়া যাবে, সেগুলো তাৎক্ষণিকভাবে সংশোধনের চেষ্টা করা হবে। টেকনিক্যাল সহকর্মীরা এই সমস্যাগুলো অভিজ্ঞতার ভিত্তিতে দ্রুত সমাধান করবেন।
এছাড়া একইদিনে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের পুরো প্রক্রিয়াকে আরও দক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে মক ভোটিং (ভোটের মহড়া আয়োজন করছে নির্বাচন কমিশন।
ইসি সচিব বলেন, ‘আগামী শনিবার সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত শেরে বাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মক ভোটিং করব। এই মক ভোটিংয়ের ফলাফলের ওপর ভিত্তি করে কেন্দ্র সংখ্যা সমন্বয় এবং ভোটকক্ষ বা জনবল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’
ইসি সচিব আখতার আহমেদ আরও বলেন, ‘গণভোটের দায়িত্বের পূর্বাভাস পাওয়ার পর থেকেই আমরা মানসিক প্রস্তুতি নিয়েছি। কাগজে-কলমে ও মাঠপর্যায়ের প্রস্তুতিও আগেই শুরু করা হয়েছে। অগ্রিম প্রস্তুতি নিয়ে কাজ এগিয়ে রাখছি।’