চাঁপাইনবাবগঞ্জ: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের অভিযানে এক গ্রাম হেরোইনসহ এক নারীকে আটক করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর ২০২৫) বিকেল ৩টায় সদর মডেল থানার রামকৃষ্টপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটক নারীর নাম মোছা. গেলেনূর বেগম ওরফে গেলে (৬০)। তিনি রামকৃষ্টপুর এলাকার মৃত তরিকুল ইসলামের স্ত্রী।
ডিএনসি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক মো. মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় তার কাছ থেকে এক গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
ঘটনার পর উপপরিদর্শক মুস্তাফিজুর রহমান বাদী হয়ে সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
ডিএনসি চাঁপাইনবাবগঞ্জের ডিডি চৌধুরী ইমরুল হাসান বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’