ঢাকা: মুসলিম লীগকে গণমুখী করতে সবার সহযোগিতা আহ্বান করেছেন দলের সভাপতি জুবায়েদা কাদের চৌধুরী।
মুসলিম লীগ গণমুখী করার লক্ষ্যে ফ্যাসিস্ট ও তার দোসরদের বাদ দিয়ে সবার সহযোগিতা কামনা করছি
সোমবার (২৪ নভেম্বর) রাজধানীর গুলশানের একটি হোটেলে দলের উদ্যোগে আয়োজিত ‘সমকালীন রাজনীতি ও মুসলিম লীগের করণীয়’ শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে জুবায়েদা কাদের চৌধুরী মুসলিম লীগ গণমুখী করার লক্ষ্যে ফ্যাসিস্ট ও তার দোসরদের বাদ দিয়ে সবার সহযোগিতা কামনা করে বলেন, সবার জন্য মুসলিম লীগের দ্বার উন্মুক্ত।
তিনি বলেন, আমাদের বয়স হয়েছে, আমরা তরুণদের সহযোগিতা কামনা করছি। তাদের হাতে দায়িত্ব তুলে দিতে চাই।
প্রসঙ্গক্রমে তিনি আরও বলেন, অতীতে মুসলিম লীগের অনেক ভুল ত্রুটি ছিল। তারপরও মুসলিম লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পরে যারাই দেশ পরিচালনা করেছে, তারা কি মুসলিম লীগের চেয়ে ভালো করেছে- এ প্রশ্ন আপনাদের বিবেকের কাছে ছেড়ে দিলাম।
সভায় দলের স্থায়ী কমিটির সদস্য আনোয়ার হোসেন আবুড়ী, মহিলা মুসলিম লীগের সভানেত্রী ডাক্তার হাজেরা বেগম, সাংগঠনিক সম্পাদক এসআই ইসলাম মিলন, শ্রম সম্পাদক ইঞ্জিনিয়ার ওসমান গনি ও বিশিষ্ট প্রকৌশলী মুস্তাক আহমদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ও শিল্পপতি ব্যবসায়ীরা বক্তব্য রাখেন।
মুসলিম লীগের নিবন্ধন নম্বর ২১ এবং প্রতীক হারিকেন বলে সভায় জানানো হয়।