Wednesday 26 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ নভেম্বর ২০২৫ ২১:২১

দোয়া মাহফিলের প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা সুলতান সালাউদ্দিন টুকু। ছবি: সারাবাংলা

টাঙ্গাইল: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় টাঙ্গাইলে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) বিকেলে টাঙ্গাইল শহরের বাজিতপুরে জামিয়া মাহমুদিয়া আরাবিয়া মদীনাতুল উলূম মাদ্রাসায় কুরআনের পাখিদের অংশগ্রহণ দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

এসময় তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আজীবন লড়াই করেছেন। দেশের মানুষের জন্য তার অবদান অনন্য। বর্তমানে তার অসুস্থতার খবর আমাদের সকলেই গভীরভাবে উদ্বিগ্ন। আমরা প্রত্যাশা করি, আল্লাহর রহমতে ও দেশবাসীর দোয়ায় খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরবেন এবং আগামী রাষ্ট্রগঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তার আপোষহীন মনোভাব এ প্রজন্মের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত।’

বিজ্ঞাপন

দোয়া মাহফিল অনুষ্ঠানে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জাহিদ হোসেন মালাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর