Wednesday 26 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জেলের জালে ‘রাজা ইলিশ’, দাম ৮২০০!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ নভেম্বর ২০২৫ ২১:৪৭

রাজা ইলিশ। ছবি: সংগৃহীত

ভোলা: মেঘনায় জে‌লে‌র জা‌লে ধরা প‌ড়েছে রাজা ইলিশ। এর ওজন ২ কে‌জি ৭৫ গ্রাম। ইলিশটি নিলামে ৮হাজার ২০০ টাকায় আড়ৎদার কিনে নিয়েছেন এক মাছ ব্যবসায়ী।

বুধবার (২৬ নভেম্বর) সকা‌লে তুলাতলি মৎস‌্য ঘা‌টে আসলাম গোলদা‌রের আড়‌তে ওই রাজা ইলিশ‌টি বি‌ক্রি হয়।

আড়ৎদার মালিক আসলাম গোলদারের ম্যানেজার শরিফ হোসেন জানান, সকা‌লের দি‌কে ভোলা সদর উপ‌জেলার কা‌চিয়া ইউনিয়‌নের জে‌লে মো. ম‌নিরুল ইসলাম মা‌ঝিসহ তার সঙ্গী ইলিশ শিকার কর‌ছি‌লেন। মেঘনার তুলাতলি ও মদনপুরের মাঝামা‌ঝি নদী‌তে তা‌দের জা‌লে উঠে আসে ওই রাজা ইলিশ‌টি। ওই এলাকার জেলেরা বড় ইলিশ‌কে ‘রাজা ইলিশ’ ব‌লে থাকেন।

বিজ্ঞাপন

তুলাতলি ঘাটের ইউনুছ ব্যাপারী জানান, সকাল সা‌ড়ে ১০ টার দি‌কে আড়‌তে ওই ইলিশ‌টি বি‌ক্রি কর‌তে নি‌য়ে আসেন জে‌লেরা। প‌রে তুলাতু‌লি ঘা‌টের আড়ৎদার, মৎস‌্য ব‌্যবসায়ী ও খুচরা ক্রেতা‌দের উপ‌স্থি‌তি‌তে মাছ প্রকা‌শে (ডাক) নিলা‌মের বি‌ক্রি করা হয়। স‌র্ব্বোচ ৮ হাজার ২০০ টাকা দাম ধ‌রে ইলিশ মাছ‌টি কিনে নেন আড়ৎদার জ‌সিম উদ্দিন ব‌্যাপারী।

ওই আড়ৎদার জানান, ব‌রিশাল ও ঢাকার পাইকারী আড়‌তে বড় সাইজের ইলি‌শের চা‌হিদা অনেক বে‌শি। বড় সাইজের ইলিশ হলে তাদের কাছে দাম ব্যাপার না। তাই তি‌নি এত বে‌শি দাম দি‌য়ে ম‌াছ‌টি কিনেছেন। ব‌রিশাল বা ঢাকার পাইকারী আড়‌তে এই ইলিশ‌টি ৯ থে‌কে সা‌ড়ে ৯ হাজার টাকা বি‌ক্রির আশা তার।

ভোলা জেলা মৎস‌্য কর্মকর্তা মো. ইকবাল হো‌সেন জানান, প্রতিবছর ধারাবাহিভাবে ইলিশের প্রজনন মৌসুম সফল হওয়ায় নদীতে বড় সাইজের ইলিশ প্রায়ই পাওয়া যাচ্ছে। ইলিশ মাছ সারাবছরই ডিম ছাড়ার জন‌্য সাগর থে‌কে নদী‌তে আসে। ত‌বে বে‌শি ডিম ছাড়ে অক্টোবর থে‌কে ন‌ভেম্বর মা‌সে। ওই ইলিশ‌টি সাগর থে‌কে ডিম ছাড়ার জন‌্য উঠে আস‌ছে। প‌রে তুলাতলি মাছ ঘাটের জে‌লে‌দের জা‌লে ধরা প‌ড়ে।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর