মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার চৌদ্দকাউনিয়া গ্রামে প্রতিপক্ষের হামলায় জয় সরকার (২৫) নামে এক যুবক নিহত হয়েছেণ।
বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাউশিয়া ইউনিয়নের চৌদ্দকাহউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জয় সরকার ওই চৌদ্দকাউনিয়া গ্রামের জামাল সরকারের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে জামাল সরকারের পরিবারের সঙ্গে গ্রামের নান্নু গংদের বিরোধ চলছিল। বেশ কয়েকবার নান্নুর ও তার লোকজন জামালের পরিবারে ওপর হামলা চালায়।
বুধবার (২৬ নভেম্বর) রাতে পূর্ব বিরোধের জেরে নান্নু ও বেকু হাসানের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী স্কুলসংলগ্ন জয়ের ওপর হামলা চালায়। তারা ধারালো দা দিয়ে জয়কে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে জয়কে গুরুতর আহত অবস্থায় গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নূরে আলম জিকু বলেন, রাত ৯টার দিকে আহত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের গভীর আঘাত ছিল। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
নিহতের বাবা জামাল সরকার অভিযোগ করে বলেন, আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি এই হত্যার বিচার চাই। আমি থানায় মামলা করব।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার আলম আজাদ বলেন, এ ঘটনায় একজন নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে ঘটনার বিষয়ে জানতে একাধিক বার ফোন করা হলেও অভিযুক্ত নান্নু ও বেকু হাসানের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।