Thursday 27 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শীতের শুরুতে পর্যটকদের পদচারণায় মুখরিত সুন্দরবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ নভেম্বর ২০২৫ ১২:২১

সুন্দরবন। ছবি: সংগৃহীত

খুলনা: শীতের মৌসুম শুরুর সঙ্গে সঙ্গেই বিশ্বের বৃহত্তম সমুদ্রতীরবর্তী ম্যানগ্রোভ বন সুন্দরবনে দেশি-বিদেশি পর্যটকের ভিড় বেড়েছে। খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার কিছু অংশজুড়ে রয়েছে পৃথিবীর অপার বিস্ময়ের এই বন।

সুন্দরবন বিশ্বখ্যাতি অর্জন করেছে রয়েল বেঙ্গল টাইগার ও চিত্রা হরিণের জন্য। তবে এখানে বানর, কুমির, হাঙ্গর, ডলফিন, অজগর ও বনমোরগ ছাড়াও রয়েছে বিভিন্ন প্রজাতির গাছ, পাখি, সরীসৃপ, বন্যপ্রাণী, চিংড়িসহ বিভিন্ন ধরণের মাছ।

সুন্দরবনে ঘুরে দেখার মতো কটকা, কচিখালীর অভয়ারণ্যকেন্দ্র, করমজল, কলাগাছিয়া, হিরণপয়েন্ট, দুবলারচর, মানিকখালী, আন্দারমানিক, দোবেকী ও সুন্দরবনে বাঘ বসবাসের স্থান হিসেবে পরিচিত শেখেরটেক স্পট রয়েছে।

বিজ্ঞাপন

ঢাকা থেকে সুন্দরবনে ভ্রমণে আসা আবু তৈয়ব বলেন, ‘তিনদিনের ভ্রমণে পরিবারকে নিয়ে এসেছি। করমজল, দুবলারচরসহ বেশ কিছু এলাকা দেখা হয়েছে। শীত কম থাকায় ঘুরে আনন্দ পাচ্ছি। আগামীবছর আবার আসবো।’

সুন্দরী ইকো রিসোর্টের পরিচালক শরীফ বলেন, ‘দূর-দুরান্ত থেকে অনেক পর্যটক সুন্দরবন ভ্রমণ করতে আসে। তাদের যাতে কোন অসুবিধা না হয়। সে জন্য আমাদের রিসোর্টে সব ধরণের ব্যবস্থা রয়েছে।’

পর্যটন ব্যবসায়ী আরাফাত বলেন, ‘শীত মৌসুমে পর্যটকদের ভিড় একটু বেশি থাকে। এতে আমাদের আয়ও বেশি হয়। আমরা চাই সারা বছরই যেন এই অবস্থা বিরাজ করে।’

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সুন্দরবন করমজল পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির (ওসি) বলেন, ‘আমরা পর্যটকদের বরণের জন্য প্রস্তুত। সাধারণত নভেম্বরের শুরু থেকে সুন্দরবনে পর্যটকদের আনাগোনা বাড়ে। ইতিমধ্যে পর্যটকরা বনে আসতে শুরু করেছেন। আমরা আশা করছি গত বছরের তুলনায় এ বছর দ্বিগুণ পর্যটক সুন্দরবন ভ্রমণ করবে।’

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

‘আমি আসলে গান লিখি, সুর করি’
২৭ নভেম্বর ২০২৫ ১১:০৯

আরো

সম্পর্কিত খবর