Thursday 27 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নার্সিং অধিদফতর বিলুপ্তির প্রতিবাদে পিরোজপুরে বিএনএ’র বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ নভেম্বর ২০২৫ ১৪:১৫

বিএনএ’র বিক্ষোভ সমাবেশ। ছবি: সারাবাংলা

পিরোজপুর: নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতর বিলুপ্ত করে অন্য অধিদফতরের সঙ্গে একীভূতকরণের সিদ্ধান্তের প্রতিবাদ এবং আট দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ নার্স অ্যাসোসিয়েশন (বিএনএ) পিরোজপুর জেলা শাখা।

বুধবার (২৬ নভেম্বর) সকালে নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট (এনটিআই) চত্বর থেকে একটি বিক্ষোভ র‌্যালি বের করেন পিরোজপুরের নার্সরা। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পিরোজপুর জেলা হাসপাতালের সামনে গিয়ে অবস্থান কর্মসূচিতে মিলিত হয়। সেখানে তারা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন।

সমাবেশে বক্তারা বলেন, দেশের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে নার্সদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতর বিলুপ্তির সিদ্ধান্ত নার্সদের মর্যাদা, স্বাধীনতা ও পেশাগত উন্নয়নকে হুমকির মুখে ফেলবে। তারা অবিলম্বে সিদ্ধান্ত প্রত্যাহারসহ আট দফা দাবি বাস্তবায়নের জোর দাবি জানান।

বিজ্ঞাপন

দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের পথে যাওয়ার হুঁশিয়ারি দেন সমাবেশের বক্তারা।

কর্মসূচিতে বিএনএ পিরোজপুর জেলা শাখার নেতৃবৃন্দসহ জেলার বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত নার্সরা অংশ নেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর