সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে অভিযান চালিয়ে ৮৬০ কেজি শামুক জব্দ করেছে বন বিভাগ। বুধবার (২৬ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার মুন্সিগঞ্জের হাজির মোড় থেকে পরিত্যক্ত অবস্থায় এসব শামুক জব্দ করা হয়।
জব্দকৃত শামুকগুলো বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার চুনা নদীতে অবমুক্ত করা হয়েছে।
এসময় সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. ফজলুল হক, বুড়িগোয়ালীনি স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান, মুন্সিগঞ্জ বন টহল ফাঁড়ির ওসি নির্মল বাবুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. ফজলুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জ বন টহল ফাঁড়ির ওসি নির্মল বাবুর নেতৃত্বে জব্দকৃত ৮৬০ কেজি শামুক চুনা নদীতে অবমুক্ত করা হয়েছে।