Thursday 27 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২২ ডিসেম্বর জকসু নির্বাচনের তারিখ বহালের দাবি ছাত্র অধিকার পরিষদের

জবি করেসপন্ডেন্ট
২৭ নভেম্বর ২০২৫ ১৫:০২

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের তারিখ ২২ ডিসেম্বর বজায় রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনারের কাছে দেওয়া এক লিখিত আবেদনে সংগঠনটি জানায়, সাম্প্রতিক ভূমিকম্পজনিত জরুরি পরিস্থিতিতে অ্যাকাডেমিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হলেও নির্বাচনের পূর্বনির্ধারিত তারিখ ২২ ডিসেম্বর ২০২৫ পরিবর্তনের উদ্যোগ উদ্বেগজনক।

লিখিত বিবৃতিতে সংগঠনটি আরও উল্লেখ করে, জকসু নির্বাচন শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে যে প্রস্তুতি ও আগ্রহ তৈরি হয়েছে, সময়সূচির পরিবর্তন তা ব্যাহত করবে। তাদের দাবি, জরুরি পরিস্থিতি কাটলেই বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রমের পাশাপাশি নির্বাচনি পরিবেশও দ্রুত পুনরুদ্ধার করা সম্ভব।

বিজ্ঞাপন

সংগঠনটি দুইটি মুল দাবি জানায়, দাবি দুটি হলো:
১. পূর্বনির্ধারিত ২২ ডিসেম্বর ২০২৫ তারিখ কোন অবস্থাতেই পেছানো যাবে না।
২. বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশন দ্রুত প্রস্তুতি নিয়ে নির্ধারিত তারিখেই ভোটগ্রহণ সম্পন্ন করবে।

ছাত্র অধিকার পরিষদ আরও সতর্ক করে জানায়, যদি নির্বাচন পেছানোর উদ্যোগ অব্যাহত থাকে, তাহলে সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে তারা গণতান্ত্রিকভাবে প্রতিবাদ জানাতে বাধ্য হবে।

সংগঠনটি নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান যে, নির্ধারিত সময়সূচি অনুসারে নির্বাচন আয়োজন করে শিক্ষার্থীদের আস্থা, অধিকার ও গণতান্ত্রিক অংশগ্রহণ নিশ্চিত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর