Thursday 27 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩১ দফার মাঝে লুকিয়ে আছে আগামীর বাংলাদেশ: দাউদার মাহমুদ

ডিস্ট্রিক্ট করসন্ডেন্ট
২৭ নভেম্বর ২০২৫ ১৫:২৫

বক্তব্য দিচ্ছেন বিএনপি নেতা দাউদার মাহমুদ। ছবি: সারাবাংলা

নাটোর: নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, সিংড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নাটোর-৩ (সিংড়া) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী দাউদার মাহমুদ বলেছেন, ‘তারেক রহমানের ৩১ দফার মাঝে লুকিয়ে আছে আগামীর বাংলাদেশ। এই ৩১ দফায় নারী অধিকার আছে, এই ৩১ দফার মধ্যে আমার ছাত্র ভাইয়ের শিক্ষার ব্যবস্থা আছে, মা-বোনদের নিরাপত্তার ব্যবস্থা আছে। সবাই ৩১ দফা বাড়ি বাড়ি পৌঁছে দিবেন।’

বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় উপজেলার পাঁছলাড়ুয়া স্কুল মাঠে হাতিয়ান্দহ ইউনিয়ন বিএনপি আয়োজিত তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।

বিজ্ঞাপন

হাতিয়ান্দহ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শামীমের সভাপতিত্বে ও সাবেক সাংগঠনিক আব্দুল লতিফের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সদস্য সংগ্রহ ও ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব তায়েজুল ইসলাম, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বোরহান উদ্দিন বাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান, সদস্য সচিব আব্দুল মালেক, ডাহিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক পিএম ইব্রাহিম হোসেন, শেরকোল ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মিজানুর রহমান, উপজেলা মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক বাবুল হোসেন বাবু, যুবদল নেতা আব্দুল্লাহ আল মমিন, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নীরু, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, নাটোর এন এস কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মীর হাবিব প্রমুখ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর