Thursday 27 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনকালীন সামাজিক মাধ্যম মনিটরিংয়ে সেল গঠন করবে ইসি

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ নভেম্বর ২০২৫ ১৫:৪৯ | আপডেট: ২৭ নভেম্বর ২০২৫ ১৭:৩১

-ছবি : সারাবাংলা

ঢাকা: ‎‎নির্বাচনকালীন ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যম মনিটরিংয়ের জন্য ‘সাইবার সিকিউরিটি মনিটরিং সেল’ গঠন করা হবে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

‎বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

‎ইসি সচিব জানান, নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এটাই আমাদের চূড়ান্ত বৈঠক। ভোটের আগে চিহ্নিত অপরাধীদের আরও নজরদারির আওতায় আনা হবে।

তিনি আরো জানান, আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকবে, সে হিসেবে ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যে আসন্ন নির্বাচনের সময়ও ইসির ম্যাজিস্ট্রেসি ক্ষমতা থাকবে। তবে নির্বাচনের সময় সেনাবাহিনী ভোটকেন্দ্রে থাকবে কি না- সে বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে।

‎তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনশৃঙ্খলা বাহিনীকে দিক-নির্দেশনা দেবে। ইসি মনিটরিং করবে এখান থেকে। তিনটি ভাগে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে। কেন্দ্রভিত্তিক, মোবাইল টিম ও সেন্ট্রাল রিজার্ভ। সাইট ট্র্যাকিং ফোর্স থাকবে। সাইবার সিকিউরিটির জন্য এনটিএমসির অ্যাপ ব্যবহার করা হবে। আইনশৃঙ্খলা বাহিনীর মোবাইল টিম কয়টি কেন্দ্র পর্যবেক্ষণ করবে- তা ঠিক করবে আইনশৃঙ্খলা বাহিনী।

‎বৈঠকে রাজনীতিবিদদের কাছ থেকে আইনশৃঙ্খলাবাহিনী যেন কোনো আতিথেয়তা গ্রহণ না করেন- সে আহ্বান জানানো হয়েছে বলেও জানান সচিব।

‎এছাড়াও বৈঠকে অবৈধ অস্ত্র ব্যবহার রোধ ও নিয়ন্ত্রণের উদ্যোগ গ্রহণ; বৈধ অস্ত্র প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা আরোপ; সারা দেশ থেকে পোস্টার, ব্যানার, গেট, তোরণ ইত্যাদি প্রচারসামগ্রী অপসারণ; নির্বাচন-পূর্ব, নির্বাচনকালীন ও নির্বাচন-পরবর্তী আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টিতে করণীয় নির্ধারণ; নির্বাচনী এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার কর্মপরিকল্পনা প্রণয়ন; আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাসমূহের কার্যক্রমে সমন্বয় সাধন ও সুসংহতকরণ; সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও সংখ্যালঘুসহ সবার নিরাপত্তা নিশ্চিত করা ইত্যাদি বিষয় আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন