Thursday 27 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লায় ৯ দিনব্যাপী বইমেলা শুরু শুক্রবার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ নভেম্বর ২০২৫ ১৭:০২

বক্তব্য দিচ্ছেন কমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম। ছবি: সারাবাংলা

কুমিল্লা: কুমিল্লায় শুরু হতে যাচ্ছে বইপ্রেমীদের প্রতীক্ষিত উৎসব ৯ দিনব্যাপী বর্ণাঢ্য বইমেলা। জেলা প্রশাসন ও জাতীয় গ্রন্থকেন্দ্রের যৌথ আয়োজনে আগামীকাল শুক্রবার (২৮ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় কুমিল্লা টাউন হলে আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে পর্দা উঠবে এ আয়োজনের। চলবে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন বিকেল সাড়ে ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে পুরো মেলাপ্রাঙ্গণ।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে মেলার বিস্তারিত জানান জেলা প্রশাসক মো. রেজা হাসান। তিনি জানান, দেশের নামি-দামি প্রকাশনা প্রতিষ্ঠানগুলোকে নিয়ে এবার বইমেলা হবে আরও সমৃদ্ধ ও প্রাণবন্ত।

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জ্ঞান ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ নজরুল ইসলাম। সভাপতিত্ব করবেন কুমিল্লার জেলা প্রশাসক মো. রেজা হাসান। এতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, জাতীয় গ্রন্থকেন্দ্রের শীর্ষ কর্মকর্তা এবং স্থানীয় বিশিষ্টজনরা উপস্থিত থাকবেন।

প্রতিদিন সন্ধ্যার পর মেলাপ্রাঙ্গণ জমে উঠবে জনপ্রিয় শিল্পীদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনায়—যা দর্শনার্থীদের জন্য বাড়তি আকর্ষণ হিসেবে থাকবে।

৬ ডিসেম্বর বিকেল সাড়ে ৩টায় আয়োজন হবে সমাপনী অনুষ্ঠান। আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও বিশেষ সাংস্কৃতিক আয়োজনে সমাপনী দিন হবে প্রাণবন্ত। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্লাহ ভূইয়া। সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক মো. রেজা হাসান।

এবছর মেলায় অংশ নিচ্ছে ঢাকার ৭৪টি খ্যাতনামা প্রকাশনা প্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি মিলিয়ে মোট ৯৪টি স্টল। পাঠক-দর্শনার্থীদের সুবিধার্থে টাউন হল মাঠে সাজানো হয়েছে ১০০টি সুসজ্জিত স্টল।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ উন্নয়ন) সুলতানা রাজিয়াসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

ফের ভূমিকম্পে কাঁপলো ঢাকা
২৭ নভেম্বর ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর