Thursday 27 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রিপেইড মিটার বাতিল না হলে ৩ ডিসেম্বর রংপুরে বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ নভেম্বর ২০২৫ ১৭:২২

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফোরামের আহ্বায়ক দেলোয়ার হোসেন। ছবি: সারাবাংলা

রংপুর: রংপুরে ‘ফ্যাসিবাদী সরকারের লুটপাটের প্রকল্প’ হিসেবে আখ্যায়িত প্রিপেইড স্মার্ট মিটারের নতুন দরপত্র ও বাধ্যতামূলক স্থাপন কার্যক্রম অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছে বিদ্যুৎ গ্রাহক ফোরাম রংপুর। আগামী ৩ ডিসেম্বর কাচারী বাজারে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি পেশের কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি হুঁশিয়ারি দিয়েছে, দাবি না মানলে কঠোর আন্দোলনে যাবে তারা।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে নিউক্রস রোডস্থ অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফোরামের আহ্বায়ক দেলোয়ার হোসেন। এতে উপস্থিত ছিলেন উপদেষ্টা আনোয়ার হোসেন বাবলু, মির্জা বাবর বাবুল, সদস্যসচিব আহসানুল আরেফিন তিতু, যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান সোহেলসহ অন্য নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের ‘ভাই-বন্ধু চক্রের’ চার কোম্পানিকে কাজ পাইয়ে দিতে নেসকো (৮ লাখ) ও ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (৭ লাখ) মোট ১৫ লাখ প্রিপেইড মিটারের দরপত্রে এমন শর্ত জুড়ে দিয়েছে যে, অন্য কোনো প্রতিষ্ঠান অংশ নিতে পারবে না।

আহসানুল আরেফিন তিতু বলেন, শর্তগুলো ছিল গত পাঁচ বছরে অন্তত দুটি সমজাতীয় প্রকল্প বাস্তবায়নের সনদ, ন্যূনতম ৫০ হাজার স্মার্ট প্রিপেইড মিটার পিএলসি (পাওয়ার লাইন কমিউনিকেশন) স্থাপনের অভিজ্ঞতা। এই শর্ত শুধুমাত্র আওয়ামী লীগ আমলে লুটপাট করা চারটি কোম্পানিই পূরণ করতে পারবে।

নেতৃবৃন্দ আরও জানান, গত কয়েক মাস তাদের আন্দোলনের চাপে জেলা প্রশাসকের মধ্যস্থতায় নেসকো মিটার স্থাপন কার্যক্রম স্থগিত রেখেছিল। কিন্তু সম্প্রতি কৌশল বদলে তারা ডিজিটাল মিটারে ‘ভুতুড়ে বিল’ দিয়ে হয়রানি করছে এবং গ্রাহকদের প্রিপেইড মিটার নিতে ভয় দেখাচ্ছে বা প্রলোভন দেখাচ্ছে। অনেক স্থানে জোর করে মিটার লাগানো হচ্ছে, আবার সচেতন গ্রাহকরা পরে মিটার খুলে ফেলতে বাধ্য করেছেন।

দেলোয়ার হোসেন প্রশ্ন রেখে বলেন, ‘যে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রংপুরের আবু সাঈদসহ দেড় হাজারের বেশি ছাত্র-জনতা শহীদ হয়েছে, হাজার হাজার যুবক আহত-পঙ্গু হয়েছে, তাদের রক্তের দাগ এখনো শুকায়নি; সেই সরকারের লুটপাটের প্রকল্প এখনো অন্তর্বর্তীকালীন সরকারের আমলে চলছে কেন?’

ফোরাম নেতারা বলেন, জনগণের সচেতনতার কারণে রংপুরের গঙ্গাচড়া, পীরগাছা, মিঠাপুকুর, কাউনিয়াসহ বিভিন্ন এলাকায় নেসকো কর্মীরা মিটার লাগাতে গিয়ে বাধার মুখে পড়ছে। তবু অজ্ঞ গ্রাহকদের প্রতারিত করে কিছু মিটার লাগানো হচ্ছে।

তারা জানান, আগামী ৩ ডিসেম্বর কাচারী বাজারে বিক্ষোভ সমাবেশ শেষে জেলা প্রশাসক ও নেসকো কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেওয়া হবে। এই কর্মসূচিতে সর্বস্তরের জনগণের অংশগ্রহণ কামনা করেছেন নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্ট গণআন্দোলনের পর প্রিপেইড মিটারের বিরুদ্ধে রংপুরে ব্যাপক জনরোষ তৈরি হয় এবং বিদ্যুৎ গ্রাহক ফোরামের নেতৃত্বে একাধিক মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি জামা দান কর্মসূচি পালিত হয়েছে। এর ফলে সাময়িকভাবে কার্যক্রম স্থগিত হলেও নতুন দরপত্র আহ্বানের মধ্য দিয়ে আবারও তা শুরু হওয়ায় আন্দোলন নতুন করে জোরদার হচ্ছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর