ঢাকা: আগামী ৭ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাজধানীতে জরুরি সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে দলটি ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে এই কর্মসূচি গ্রহণ করেছে।
এর আগে শহিদ ডা. শামসুল আলম মিলনের ৩৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে নব্বইয়ের ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন রিজভী। সেখানে তিনি সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক চরিত্র নিয়ে মন্তব্য করেন।
রিজভী বলেন, এরশাদ ও শেখ হাসিনা ভিন্ন সময় পরস্পরের বিরুদ্ধে বক্তব্য দিলেও একটি চূড়ান্ত মুহূর্তে তারা একত্রিত হয়েছিলেন। তার দাবি, দু’জনই গণতন্ত্র ক্ষতিগ্রস্ত করেছেন এবং রাষ্ট্রক্ষমতার অপব্যবহার করেছেন।
শেখ হাসিনার বিরুদ্ধে রায় প্রসঙ্গে রিজভী আরও বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে আদালতে প্রভাব বিস্তারের সুযোগ নেই। তার দাবি, পূর্ববর্তী সময়ে আদালত ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছিল।
তিনি বলেন, এখন দেশে গুম-খুন বা রাজনৈতিক হস্তক্ষেপের ঘটনা নেই। যারা জনগণের বিরুদ্ধে অপরাধ করেছে, তাদের বিচার হবেই। পাপ কোনোভাবেই এড়ানো যায় না।’
বিএনপির ঘোষিত আসন্ন কর্মসূচির মাধ্যমে দলটি দেশের বিভিন্ন অঞ্চলে সভা, মতবিনিময় ও জনসংযোগ কার্যক্রম চালাবে বলে জানা গেছে।