Thursday 27 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে জামায়াতের অর্থ সহায়তা

স্পেশাল করেসপডেন্ট
২৭ নভেম্বর ২০২৫ ১৭:৫৪ | আপডেট: ২৭ নভেম্বর ২০২৫ ১৭:৫৬

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ বাড়ি পরিদর্শন করছেন জামায়াত নেতা অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল। ছবি: সারাবাংলা

বগুড়া: বগুড়ার মালগ্রাম চাপড়পাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ বাড়ি পরিদর্শন করে অর্থ সহায়তা প্রদান করেছেন বগুড়া-৬ সদর আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে ক্ষতিগ্রস্থ বাড়ি পরিদর্শন ও অর্থ সহায়তার সময় উপস্থিত ছিলেন জামায়াতের শহর সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক, ১৪নং ওয়ার্ড সভাপতি অধ্যাপক আবু হানিফ, সেক্রেটারি গোলাম আযম, শ্রমিক নেতা নুর আলম, আবু সাঈদ, আব্দুল হাকিম, যুব বিভাগের সভাপতি আবুল কাশেম, রিকসা-ভ্যান শ্রমিক নেতা জাহিদুল ইসলাম প্রমুখ।

এরআগে গত বুধবার দুপুরে মালগ্রাম চাপড়পাড়ায় পেয়ারা বেওয়া ও তার ছেলেদের চারটি বসতঘর ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করেন জামায়াত নেতৃবৃন্দ। এ সময় তারা ক্ষতিগ্রস্ত পরিবারকে শান্তনা দেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর