Thursday 27 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় ২ শিশু সন্তানসহ গৃহবধূ হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়ের

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ নভেম্বর ২০২৫ ১৮:৪৭

শাজাহানপুর থানা, বগুড়া।

বগুড়া: বগুড়ার শাজাহানপুরে আলোচিত দুই শিশু সন্তানসহ গৃহবধু সাদিয়া হত্যাকাণ্ডের ঘটনায় স্বামীসহ চার ব্যক্তির বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় সাদিয়ার স্বামী শাহাদাৎ হোসেন ওরফে কাজলকে (২৭) বৃহস্পতিবার (২৭ নভেম্বর) গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

সাদিয়ার মা রাবেয়া সুলতানা বাদী হয়ে বুধবার (২৬ নভেম্বর) রাত ১২টার দিকে এ মামলা দায়ের করেন। মামলায় নিহত সাদিয়ার স্বামী শাহাদত হোসেন কাজলকে প্রধান আসামী করে অজ্ঞাত নামা ২ থেকে ৩ জনকে আসামি করা হয়।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, দুই শিশু সন্তানসহ গৃহবধু সাদিয়া হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদঘাটনসহ খুনিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পুলিশি কার্যক্রম অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর