Thursday 27 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫ দিন পর ফের ভূমিকম্পে কাঁপলো নরসিংদী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ নভেম্বর ২০২৫ ১৯:৩০ | আপডেট: ২৭ নভেম্বর ২০২৫ ১৯:৩৬

ছবি: সংগৃহীত

নরসিংদী: ৩ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে আবারও কেঁপে উঠেছে নরসিংদী।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে ৪টা ১৫ মিনিট ৪৭ সেকেন্ডে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে যার মাত্রা নির্ধারণ করা হয় ৩ দশমিক ৬। আবহাওয়া অফিসের তথ্যমতে এর উৎপত্তিস্থল ছিলো নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে। কোনো ক্ষয়ক্ষতির তথ্য এখনো পাওয়া যায়নি।

এর আগে গত শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদীতে, কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। এ ঘটনায় জেলায় প্রাণ হারান ৫ জন, আহত হয়ে চিকিৎসা নেন শতাধিক মানুষ। বেশকিছু ভবনে দেখা দেয় ফাঁটল।

বিজ্ঞাপন

এরপরের দিন শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে আরও একটি মৃদু ভূমিকম্প হয়। এটির উৎপত্তিস্থল নরসিংদীর পলাশ। রিখটার স্কেলে মাত্রা ছিল ৩ দশমিক ৩। একই দিন সন্ধ্যায় পরপর আরও একটি ভূমিকম্প আঘাত হানে রিখটার স্কেলে এটির মাত্রা ছিলো ৪ দশমিক ৩, উৎপত্তিস্থল নরসিংদী।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর