সুনামগঞ্জ: আগামী জাতীয় সংসদ নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা–ভিত্তিক (এআই) সফটওয়্যার ব্যবহার করে দেশ ও দেশের বাইরে থেকে নির্বাচনে প্রভাব বিস্তারের আশঙ্কা প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও সুনামগঞ্জ-২ আসনের জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। তার মতে, এ পরিস্থিতি নির্বাচন কমিশনের সামনে নতুন ও কঠিন চ্যালেঞ্জ তৈরি করবে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে সুনামগঞ্জ শহরের একটি রেস্টুরেন্টে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ উদ্বেগের কথা তুলে ধরেন।
সভায় তিনি সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার প্রতি জোর দেন। সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই-বাছাই করে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান তিনি।
সাগর-রুনি হত্যাকাণ্ডের প্রসঙ্গে এসে শিশির মনির বলেন, “আমেরিকায় থেকে ডিএন টেস্ট করানো হয়েছে। ঘটনার ১২–১৩ বছর পার হয়ে যাওয়ায় তথ্য-প্রমাণ মিলানো যাচ্ছে না।
মতবিনিময় সভায় সুনামগঞ্জ-৪ আসনের জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট শামসুদ্দিনসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।