খুলনা: জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের সভাপতি ও ঢাকা গাউসিয়া মার্কেট জামে মসজিদের খতিব মুফতী আবদুল্লাহ ইয়াহ্ইয়া বলেছেন, ধর্মের অপব্যাখ্যা ও নাস্তিকতার সাফাই গাওয়া কোনোভাবেই বরদাস্ত করা হবে না। বাউলশিল্পী আবুল সরকারের প্রকাশ্য নাস্তিকতাকে সমর্থন এবং ইসলাম ও ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী বক্তব্যের পক্ষে অবস্থান নেওয়ায় কথিত বুদ্ধিজীবী ফরহাদ মজহারের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে পিকচার প্যালেস মোড়ে খুলনায় “জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশ” খুলনা মহানগর শাখার উদ্যোগে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুফতি আবদুল্লাহ ইয়াহ্ইয়া বলেন, নাস্তিকতা ও ধর্মবিদ্বেষ প্রচারের পক্ষে দাঁড়িয়ে ফরহাদ মজহার শুধু আইন লঙ্ঘনই করেননি, বরং দেশের কোটি মুসলমানের অনুভূতিকে উপহাস করেছেন। সংবিধানের প্রদত্ত ধর্মীয় স্বাধীনতার অপব্যবহার করে ইসলামকে হেয় করার যে দুঃসাহস তিনি দেখাচ্ছেন, তা দৃষ্টান্তমূলক শাস্তি ছাড়া বন্ধ হবে না।
তিনি আরও বলেন, বাউলশিল্পী আবুল সরকারের নাস্তিকতাকে ধর্মীয় যুক্তি হিসেবে দাঁড় করানোর অপচেষ্টা নতুন প্রজন্মকে বিভ্রান্ত করছে। জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশ এই ধরনের আচরণ কোনোভাবেই মেনে নেবে না।
আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে তিনি আহ্বান জানান, ফরহাদ মজহারের বিরুদ্ধে অবিলম্বে আইনগত ব্যবস্থা গ্রহণ করে দেশব্যাপী ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকারের দায়িত্বশীল ভূমিকার পরিচয় দিতে হবে।
দেশবাসীর উদ্দেশে তিনি সতর্কবার্তা দিয়ে বলেন, ধর্ম-সংস্কৃতি ও আধ্যাত্মিকতার নামে কেউ যেন বিভ্রান্তি ছড়াতে না পারে। এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।
তিনি আরও জানান, জাতীয় ইমাম পরিষদ ভবিষ্যতেও ইসলাম ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় সর্বোচ্চ ভূমিকা পালন করবে।
মানববন্ধনে সভাপতিত্ব করেন জাতীয় ইমাম পরিষদ খুলনা মহানগর শাখার সভাপতি মুফতী জাকির হুসাইন এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মুফতী রকিব উদ্দিন। এছাড়া সভায় উপস্থিত ছিলেন মুফতী মানযুর আহমাদ, মুফতী রবিউল ইসলাম রাফে, মুফতী শফিকুল ইসলাম, মুফতী জুনাইদ আহমাদ, মুফতী সৈয়দ খলিলুল্লাহ, মুফতী মুঈনুল ইসলাম, মুফতী হুমায়ূন কবীর, মুফতী আবদুল্লাহ মুখতার, মুফতী মাসহুদুর রহমান, শেখ মো. নাসির উদ্দিন, অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন হেলাল এবং বিভিন্ন থানার প্রতিনিধি, ইমাম, খতিব ও দায়িত্বশীলরা।